ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রংপুরে শিশু শ্রেণির ছাত্রীর প্রাণহানি মহাসড়ক ২ ঘন্টা অবরোধ

প্রকাশিত: ০৩:২৬, ১৯ নভেম্বর ২০১৮

রংপুরে শিশু শ্রেণির  ছাত্রীর প্রাণহানি মহাসড়ক ২ ঘন্টা অবরোধ

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ রংপুরের তারাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিঝুম (৫) নামে শিশু শ্রেণির এক ছাত্রীর প্রাণহানি হয়েছে। সোমবার সকাল ১০টায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহত নিঝুম (৫) উপজেলার ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী এবং ঘনিরামপুর গুচ্ছ গ্রামের নুরুল হকের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘনিরামপুর সরকারি প্রাথমিক স্কুল ছুটি দিলে রাস্তা পারাপারের সময় একটি রংপুর থেকে ছেড়ে আসা কার ছাত্রীটিকে ধাক্কা দেয়। পরে এলাকার লোকজন রক্তাক্ত অবস্থায় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। সহপাঠীর মৃত্যুর খবর স্কুলে পৌঁছালে সকল ছাত্র-ছাত্রীরা মহাসড়কে নেমে পরে মহাসড়ক ২ ঘন্টা অবরোধ করে সকল যান চলাচলা বন্ধ করে দেন। পরে ঘটনাস্থলে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম, তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এসে অবরোধে থাকা সকল ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে ফিরে যেতে বলেন। এ সময় সকল শিক্ষার্থীরা স্কুলের সামনে ওভার ব্রীজ নির্মানের দাবি জানান। পরে উপজেলা পরিষদের চেয়্যারম্যান আনিছুর রহমান লিটন স্কুলের সামনের রাস্তায় রোড ডিভাইডার ও গতি নিয়ন্ত্রক দেওয়ার আশ্বস্ত দিলে শিক্ষার্থীরা স্কুলে ফিরে যায়। এ বিষয়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা লায়লা বলেন, আমরা প্রতিদিনই স্কুল ছুটির পর শিক্ষার্থীদের রাস্তাপার করে দেই। কিন্তু হঠাৎ নিঝুম রাস্তাপার হওয়ার সময়ই এই দুর্ঘটনাটির কবলে পরেন সত্যিই এটি একটি দুঃখ জনক ।
×