ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাটোরে অভিযানে দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ০৩:৩৬, ১৯ নভেম্বর ২০১৮

নাটোরে অভিযানে দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরে সিংড়ায় র‍্যাবের অভিযানে দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় ১৪শ’৫৫ বোতল ফেন্সিডিল ও ট্রাক জব্দ করা হয়েছে। সোমবার ভোর রাতে উপজেলার বাবলু ফিলিং স্টেশন থেকে মাদক ব্যবসায়ীদের আটক ও ফেন্সিডিল ও ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো লক্ষীপুর জেলার শ্যামগঞ্জের মৃত শরতুল্লাহর ছেলে বাবুল (৪৮) ও তার সহযোগী ঢাকার দাক্ষণ কেরাণীগঞ্জের আইনতা এলাকার মৃত তারা মিয়ার ছেলে আব্দুস সামাদ (৩৭)। র‍্যাব-৫ এর নাটোর সিপিসি-০২ এর কোম্পানী কমান্ডার আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ, অতিঃ পুলিশ সুপার যায়েদ শাহ্রীয়ার কোম্পানী কমান্ডার, সিনিয়র এএসপি মইনুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের একটি দল উপজেলার বাবলু ফিলিং স্টেশনে অভিযান চালায়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালায় র‍্যাব। তল্লাশিকালে ওই ট্রাকে থাকা বস্তার মধ্য থেকে ১৪৫৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সময় এর সাথে জড়িত শীর্ষ মাদক ব্যবসায়ী বাবুল ও সামাদকে গ্রেফতার ও ট্রাকটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় জব্দকৃত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে। গ্রফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র‍্যাব।
×