ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে হামলায় নারীর মৃত্যু

প্রকাশিত: ০৩:৩৮, ১৯ নভেম্বর ২০১৮

বরিশালে হামলায় নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার কাদিরাবাদের ভোংগা গ্রামে প্রতিবেশীদের হামলায় রাশিদা বেগম (৫৫) নামের এক নারী মারা গেছে। নিহত ছয় সন্তানের জননী রাশিদা ওই গ্রামের বাসিন্দা সেকান্দার আলীর স্ত্রী। সোমবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাশিদা মারা গেছে। এরআগে রবিবার দুপুরে নিজ বাড়িতে বসে তিনি প্রতিবেশীর হামলার শিকার হন। মৃতের পুত্র মোঃ রিপন জানান, পরিবারের অন্য সদস্যরা ঘটনার দিন ঢাকায় অবস্থান করলেও তার পাঁচ বছর বয়সের পুত্র তাসিমকে নিয়ে রাশিদা বেগম বাড়িতে ছিলেন। রবিবার দুপুরে তুচ্ছ ঘটনার জেরধরে প্রতিবেশীরা তাসিমকে মারধর করে। নাতিকে মারধরের বিষয়ে জানতে চাইলে প্রতিবেশী রহিম খান চড়াও হয়। একপর্যায়ে রহিম খান তার স্ত্রী তাসলিমা বেগম, তিন পুত্র ও বড় ছেলের স্ত্রী আছমা বেগম হামলা চালিয়ে রাশিদা বেগমকে বেধম মারধর করে। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুলাদী হাসপাতালে ও পরে সেখান থেকে ওইদিন রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, মৃতের মরদেহ সুরতাহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
×