ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রীপুরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৪:২৭, ১৯ নভেম্বর ২০১৮

শ্রীপুরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে খেলা করতে গিয়ে কাঠের র্যাকের নীচে চাপা পড়ে সোমবার এক শিশু মারা গেছে। তার নাম নাঈম আহমেদ (৪)। সে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার সাত্রায়সা গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে। নিহতের মামা মিরাজ উদ্দিন ও স্থানীয়রা জানান,গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজারের খাঁনবাড়ি মোড় এলাকার ফারুক খানের বাড়িতে আব্দুর রশিদ মিয়া স্ত্রী সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকে। রশিদ স্থানীয় জাবরা কারখানায় ফোল্ডিং অপারেটর এবং তার স্ত্রী মনোয়ারা বেগম নাইস ডেনিম কারখানায় হেলপার পদে চাকুরি করে। ওই বাসার দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে দোকানের মালামাল রাখার জন্য কাঠের তৈরী একটি র্যাক রাখা ছিল। সোমবার সকালে রশিদের শিশু সন্তান নাঈম সেখানে খেলাধূলা করার সময় ওই র্যাক বেয়ে উপরে উঠার চেষ্টা করে। এসময় হঠাৎ ওই র্যাকটি উল্টে পড়ে যায় এবং শিশুটিকে চাপা দেয়। এতে মাথা ও শরীরের বিভিন্নস্থানে আঘাত পেয়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। শ্রীপুর মডেল থানার ওসি মো. জাবেদুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। এমনকি এ ব্যাপারে কেউ থানায় কোন অভিযোগ বা অবহিত করেনি।
×