ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ০৪:২৮, ১৯ নভেম্বর ২০১৮

কক্সবাজারে ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সমুদ্র সৈকত দখল ও অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে দায়েরকৃত মামলায় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল আমিন শানুসহ ৬ প্রতিষ্ঠানের ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ১৮ নবেম্বর চট্রগ্রাম পরিবেশ আদালতের বিচারক সানজিদা আফরিন দিবা এ পরোয়ানা জারি করেন। তারা হলেন, হোটেল বে প্যারাডাইস এর স্বত্বাধিকারী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসভাপতি নুরুল আমিন শানু, এস্টেটিক প্রপার্টিজ এর চেয়ারম্যান ঢাকা মহাখালীর বাসিন্দা মৃত ইমদাদুল হক খানের পুত্র কামরুজ্জামান খান ও একই প্রতিষ্ঠানের পরিচালক ঢাকা লালমাটিয়া এলাকার বাসিন্দা মো: আব্দুল করিম শেখের ছেলে কামরুল হাসান, কক্সবাজার সার্ফ ক্লাবের প্রতিষ্ঠাতা মেটাল প্রাইভেট লি. এর স্বত্বাধিকারী ঢাকা নর্থ গুলশান এলাকার বাসিন্দা মৃত জামিল উদ্দিন আহমেদ এর ছেলে ইঞ্জিনিয়ার সাদিক জামিল ও একই ক্লাবের প্রতিষ্ঠাতা প্রজেক্ট বিল্ডার্স লিমিটেড এর স্বত্বাধিকারী ঢাকা নর্থ গুলশান এলাকার বাসিন্দা মৃত মোবাশ্বির উদ্দিনের পুত্র আমিনুল ইসলাম, হোম স্টোন প্রপার্টিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক ঢাকা সুত্রাপুরের ওয়ারী এলাকার বাসিন্দা মৃত শামসুল আলমের পুত্র শহীদুল আলম ও তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডালিয়া আলম, ডেসটিনি গ্রুপের ক্রাউন প্যাসিফিক বিচ হোটেল এ্যান্ড রিসোর্ট এর স্বত্বাধিকারী মোহাম্মদ হাবিবুর রহমান ও ফকির গ্রুপের কর্মচারী কলাতলীর বাসিন্দা নাজির হোসেনের পুত্র কামাল।
×