ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চন্দ্রকলা থিয়েটারের ‘দ্বৈত মানব’

প্রকাশিত: ০৪:৩১, ২০ নভেম্বর ২০১৮

 চন্দ্রকলা থিয়েটারের ‘দ্বৈত মানব’

স্টাফ রিপোর্টার ॥ অচিরেই মঞ্চে আসছে চন্দ্রকলা থিয়েটারের নতুন নাটক ‘দ্বৈত মানব’। নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে আগামী ২৩ নবেম্বর শুক্রবার। এদিন সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হবে। ‘দ্বৈত মানব’ নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন এইচ আর অনিক। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন- মাহমুদুল হাসান মাসুম, এস এম অঙ্গন, মোঃ ইব্রাহিম হাসান, বাধন, আপন, সৈকত, নিশি এবং এইচ আর অনিক। নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে একটি সম্পর্কের উত্থান পতনকে কেন্দ্র করে। তৃতীয় পক্ষ একটি সুসম্পর্ককে কিভাবে ধ্বংস করে দেয় তার চিত্র তুলে ধরা হয়েছে ‘দ্বৈত মানব’ নাটকের মধ্যে। নাটকের গল্পে দেখা যাবে স্বামী শান্ত ও স্ত্রী শিউলি তাদের বিয়ে হয়েছে ৬ বছর। শান্ত পেশায় একজন লেখক। একুশে বই মেলার জন্য প্রকাশকরা উপন্যাস লেখার অর্ডার দেন শান্তকে। কিন্তু শান্তর হঠাৎ করে লেখা বন্ধ হয়ে যায়। উপন্যাস লেখার প্লট খুঁজে পায় না শান্ত। প্রকাশকরা ফোন করছে কবে নাগাদ পা-ুলিপি তাদের হাতে দিবে। কিন্তু শান্ত তাদের কথা দিতে পারে না কারণ তার কোনভাবেই লেখা বের হচ্ছে না। এই পরিস্থিতির মধ্যেও শিউলি শান্তর সঙ্গে নানা বিষয় নিয়ে ঝগড়া করে। নানা অভিযোগে জর্জরিত করে শান্তকে। ঝগড়ার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। নাটকীয়তার মধ্য দিয়ে ইতিহাস থেকে আগমন ঘটে ইতিহাসের ভয়ঙ্কর ভিলেনদের। তারা তৃতীয় পক্ষ হয়ে শান্ত-শিউলির সম্পর্কের মধ্যে প্রবেশ করে। সেই তৃতীয় পক্ষ হচ্ছে হিটলার, মিরজাফর, কিসিঞ্জার এবং ঘষেটি বেগম। ঘটনাক্রমে শান্ত-শিউলি ভিলেনদের তাদের নিজ নিজ পক্ষে নিয়ে নেয়। হিটলার, মিরজাফর, কিসিঞ্জার এবং ঘষেটি বেগম শান্ত-শিউলির সম্পর্কের মধ্যে তাদের কূট বুদ্ধির প্রয়োগ করে। ইতিহাসের ভিলেনদ্বয় তাদের নিজ নিজ চরিত্র অনুযায়ী তাদের কূট চেহারা প্রকাশ করে। নানাভাবে প্ররোচণা দেয় শান্ত-শিউলিকে। মাকড়সার জাল বিছায় তারা। সেই ফাঁদে পা দেয় শান্ত-শিউলি। ঘটে নানা অকল্পনীয় ঘটনা। মহূর্তেই শান্ত-শিউলি একজন আরেক জনের শত্রু হয়ে যায়। অস্তিত্ব সঙ্কট মেটাতে নানান রকমের পদক্ষেপ নেয় তারা। এভাবেই বিচিত্র ঘটনার মধ্য দিয়ে ‘দ্বৈত মানব’ নাটকের কাহিনী এগিয়ে যায়।
×