ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কর মেলায় রেকর্ড রাজস্ব আদায়

প্রকাশিত: ০৪:৩৫, ১৯ নভেম্বর ২০১৮

কর মেলায় রেকর্ড রাজস্ব আদায়

অর্থনৈতিক রিপোর্টার॥ এ যাবতকালের সকল রেকর্ড ভঙ্গ করে আয়কর মেলা থেকে সাতদিনে ২ হাজার ৫০০ কোটি টাকার রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়া এবার মেলায় সারাদেশে রির্টান দাখিল করেছে ৪ লাখ ৮৭ হাজার ৫৭৩ জন। ৩৯ হাজার ৭৪৩ জন নতুন ইটিআইএন নিয়েছে। এছাড়া সেবা নিয়েছেন ১৬ লাখ ৩৬ হাজার ২৬৬ জন নাগরিক। আয়কর মেলায় কর আদায়র প্রবৃদ্ধি হয়েছে ৪৬ শতাংশ। এর আগে গত করবর্ষে আয়কর মেলা থেকে ২ হাজার ২শ’ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। আর মেলার শেষ দিনে সারাদেশে ২ হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৯৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়। এ বছর করদাতাদের অভ‚তপূর্ব সাড়া এবং প্রত্যাশা অনুযায়ী করসেবা প্রদানের মাধ্যমে শেষ হল সপ্তাহব্যাপী আয়কর মেলা-২০১৮। আয়কর মেলার শেষদিন ঢাকার বেইলী রোডস্থ অফিসার্স ক্লাবসহ সারাদেশে ৪৫টি স্পটে মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার শেষদিনও ছিল করদাতা-সেবাগ্রহিতাদের উপচেপড়া ভিড়। মেলার শেষদিন করদাতা থাকা পর্যন্ত মেলায় সেবা দেয়া হয়। তবে আয়কর মেলা শেষ হলেও ২২ থেকে ৩০ নবেম্বর ২০১৮ পর্যন্ত সকল কর অফিসে মেলার পরিবেশে মেলার মতই সকল কর সেবা প্রদান করা হবে এবং করদাতারা রিটার্ন দাখিল করতে পারবেন।
×