ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফোর্বসের জরিপ

সেরা ৩০ তরুণ বিজ্ঞানীর একজন বাংলাদেশী আরিফ

প্রকাশিত: ০৪:৩৭, ২০ নভেম্বর ২০১৮

 সেরা ৩০ তরুণ বিজ্ঞানীর একজন বাংলাদেশী আরিফ

বিডিনিউজ ॥ ৩০ বছর বা তার কমবয়সী সম্ভাবনাময় বিজ্ঞানী ও গবেষকদের নিয়ে ফোর্বস ম্যাগাজিনের করা ২০১৯ সালের তালিকায় সেরা ৩০ জনের মধ্যে ঠাঁই করে নিয়েছেন এক তরুণ বাংলাদেশী। শুক্রবার মার্কিন সাময়িকীটি প্রকাশিত ওই তালিকায় স্থান করে নেয়া বাংলাদেশী তরুণের নাম জি এম মাহমুদ আরিফ পাভেল। ২৯ বছর বয়সী এই বায়োলজিস্টের নাম রয়েছে তালিকার প্রথমেই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব সায়েন্স করার পর নিউইয়র্কের সেন্ট জন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং মাস্টার্স করেছেন আরিফ। মানব শরীরের ‘আয়ন চ্যানেল’ নিয়ে গবেষণা করছেন পাভেল। এই চ্যানেলকে ‘ফান্ডামেন্টাল সেন্সর্স অব লাইফ’ হিসেবে অভিহিত করে তা এ্যানেসথেসিয়াসহ অটোসমাল পলিসিসটিক কিডনি রোগের চিকিৎসায় নবদিগন্তের সূচনা ঘটাতে পারে বলে মনে করছেন পাভেল। তরুণ এই বাংলাদেশী বিজ্ঞানী বর্তমানে পোস্ট ডক্টরাল এ্যাসোসিয়েট হিসেবে ‘স্ক্রিপস রিসার্চ’ এ কাজ করছেন। আমেরিকা ও কানাডায় ৩০ বছরের কম বয়সী যেসব তরুণ-তরুণীরা মানবকল্যাণে গবেষণা-উদ্ভাবনে অবদান রাখছেন তাদের মধ্য থেকেই ৩০ জনকে সম্মানিত করার উদ্দেশে অন্য বছরের মতো এবারও তালিকা সংগ্রহের উদ্যোগ নেয় ফোর্বস ম্যাগাজিন।
×