ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আচমকা কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি মহাপরিচালক

প্রকাশিত: ০৪:৩৯, ২০ নভেম্বর ২০১৮

 আচমকা কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি মহাপরিচালক

স্টাফ রিপোর্টার ॥ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা দেখতে আচমকা বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম নিজেই মোটরসাইকেল চালিয়ে হাজির হয়েছিলেন কুষ্টিয়ার দৌলতপুরের দুর্গম চরচিলমারী, উদয়নগর ও বাজিতপুর সীমান্তে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করার কড়া নির্দেশ জারি করেছেন তিনি। আদেশ জারির পর তা কতটা কার্যকর হয়েছে তার তদারকি করতে এভাবেই সীমান্তে হাজির হয়েছিলেন তিনি। বিজিবি মহাপরিচালকের এমন ঝটিকা সফরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমান্তে দায়িত্বরত সদস্যদের মধ্যে বাড়তি উত্তেজনা বিরাজ করছে। বিজিবি সদস্যরাও মহাপরিচালকের এমন সফরে খুশী। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, সীমান্তের সবচেয়ে দুর্গম চরাঞ্চল হিসেবে পরিচিত চরচিলমারী ও উদয়নগর বিওপি এবং মেহেরপুরের সীমান্ত এলাকার বাজিতপুর বিওপি পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক। তিনি দায়িত্বরত কর্মকর্তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। বিজিবি দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘ ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। ভৌগলিক অবস্থানগত বৈশিষ্টের কারণে অধিকাংশ সীমান্ত এলাকা দুর্গম। এমন অনেক জায়গা আছে যেখানে হেঁটে চলার রাস্তা পর্যন্ত নেই। এসব জায়গায় হেলিকপ্টার ছাড়া খাবার ও রেশন সামগ্রী পৌঁছানো যায় না। অনেক জায়গায় হেলিকপ্টার নামানো যায় না। এসব এলাকাকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে বিজিবি। সোমবার বিজিবি মহাপরিচালক নিজেই মোটরসাইকেল চালিয়ে দুর্গম সেই সীমান্তের দিকে রওনা হন। মোটরসাইকেল চালানোর রাস্তা না থাকায় তিনি হেঁটে হাজির হন। পরে তিনি চরচিলমারী বিওপিতে নিয়োজিত বিজিবি সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। চরচিলমারী ও উদয়নগর বিওপিতে বিজিবির কোন মহাপরিচালকের এটাই প্রথম পরিদর্শন। পরে তিনি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের আওতাধীন মেহেরপুরের বাজিতপুর বিওপি পরিদর্শন করেন। যেকোন ধরনের জটিল পরিস্থিতিতে যে কোন বিজিবি সদস্য সরাসরি তাকে ফোন দিতে পারবেন বলেও বিজিবি মহাপরিচালক বলেছেন। পরে তিনি সৈনিকদের সঙ্গে খাবার ভাগাভাগি করে খান। পরে বিজিবি মহাপরিচালক খুলনার বিভাগীয় কমিশনার ও কুষ্টিয়া জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনকালীন নিরাপত্তাসহ নানা বিষয় নিয়ে কথা বলেন। সীমান্ত পরিদর্শনের সময় বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালেদ আল মামুন, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল রাশিদুল আলম ও বিজিবির উর্ধতন কর্মকর্তারা সঙ্গে ছিলেন।
×