ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাবি ‘ঘ’ ইউনিটের পুনঃপরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ০৪:৪০, ২০ নভেম্বর ২০১৮

 ঢাবি ‘ঘ’ ইউনিটের পুনঃপরীক্ষার ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ প্রশ্ন ফাঁস ও জালিয়াতির অভিযোগে বাতিল হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (২০১৮-২০১৯) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর পুনঃপরীক্ষায় ৬১ দশমিক ১ শতাংশ শিক্ষার্থী ভর্তির যোগ্যতা অর্জন করেছে। সোমবার বিকেল ৫টায় এ ফল প্রকাশিত হয়। ১৬ নবেম্বর অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় ১৮ হাজার ৪৬৩ পরীক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ১৮১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৯ হাজার ৮৮৬জন উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার বিস্তারিত ফল ও ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে admission.eis.du.ac.bd জানা যাবে। অথবা যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে DU GHA>roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস করে ফল জানা যাবে।
×