ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পিইসি পরীক্ষার্থী নিহত

প্রকাশিত: ০৪:৪৩, ২০ নভেম্বর ২০১৮

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পিইসি পরীক্ষার্থী  নিহত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বন্দর মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিইসি) এক শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও এক শিক্ষার্থী। সোমবার সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় টমটমের ধাক্কায় মারা যায় এই শিশুটি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত শিশুটির নাম সুমনা আকতার। একটি রিক্সায় চড়ে সুমনা ও পিংকি আকতার নামের দুই শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছিল। তারা ছিল ঘাসফুল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বন্দর থানার বন্দর মার্কেট এলাকায় ওই রিক্সাকে ধাক্কা দেয় একটি টমটম। এ সময় ছিটকে পড়ে চাকার নিচে গিয়ে গুরুতর আহত হয় সুমনা। স্থানীয়রা উদ্ধার করে দ্রুততার সঙ্গে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনাকে মৃত ঘোষণা করেন। রাজশাহীতে যুবক স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, রাতের বেলা দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ইমরান (১৮) নামে এক যুবক। রবিবার রাত ১১টার দিকে রাজশাহী মহানগরীর বন্ধগেট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান নগরীর ডিঙ্গাডোবা এলাকার হোটেল ব্যবসায়ী রেন্টুর ছেলে। এ ঘটনায় রিমা (৩২) নামে এক পথচারী নারী গুরুতর আহত হয়েছেন। রিমা নগরীর লিচুবাগান এলাকার হাফিজুলের স্ত্রী। রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাঙ্গামাটিতে নারী নিজস্ব সংবাদদাতা রাঙ্গামাটি থেকে জানান, নানিয়ারচর উপজেলার কুতুকছড়ি এলাকায় যাত্রীবাহী জিপ দুর্ঘটনায় মধুমিতা চাকমা নামে এক মহিলা যাত্রী নিহত হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। গাড়িটি অতিরিক্ত যাত্রী নিয়ে নানিয়ারচর থেকে রাঙ্গামাটি আসার পথে উল্টে রাস্তার খাদে পড়ে যায়। ঘটনার স্থলে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। কুড়িগ্রামে ব্যবসায়ী স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, উলিপুরে সড়ক দুর্ঘটনায় সুভাষ চন্দ্র দে (৫৭) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, উলিপুর কুড়িগ্রাম সড়কের মালতিবাড়ী নামকস্থানে। জানা গেছে, রবিবার সন্ধ্যার দিকে ওই ব্যবসায়ী তার স্ত্রী কে নিয়ে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি যাওয়ার পথে মালতিবাড়ী নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি জেএস (মাহেন্দ্র থ্রি হুইলার) ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়। নীলফামারীতে স্বামী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, ট্রাকের ধাক্কায় নীলফামারী-সৈয়দপুর সড়কের কাচারী বাজার নামকস্থানে জুয়েল ইসলাম (২৩) নামে মোটরসাইকেল আরোহী নীলফামারীর উত্তরা ইপিজেডের শ্রমিক নিহত হয়েছেন। ওই মোটরসাইকেলে থাকা জুয়েলের স্ত্রী জেমি বেগম গুরুতর আহত হয়। রবিবার রাত আটটার দিকে উত্তরা ইপিজেডের একটি ফ্যাক্টরির ছুটি শেষে তারা বাড়ি ফিরছিল। নিহত জুয়েল দিনাজপুর জেলার খানসামা উপজেলার মতিউর রহমানের ছেলে।
×