ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেনাপোল সীমান্তে হুন্ডি ব্যবসায়ীসহ আটক ১৫

প্রকাশিত: ০৪:৪৪, ২০ নভেম্বর ২০১৮

বেনাপোল সীমান্তে হুন্ডি ব্যবসায়ীসহ  আটক ১৫

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল পুটখালি ও পাঁচভুলোট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এক নাইজেরিয়ান নাগরিক ও দুই হুন্ডি ব্যাবসায়িসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি। এসময় হুন্ডির ৫ লাখ টাকা, ৭৫০ বৈদেশিক ডলার ও ২টি মোটরসাইকেল জব্দ করেছে তারা। খুলনা ২১ বিজিবি জানান, সোমবার ভোরে বেনাপোল পুটখালি ও পাঁচভুলোট সীমান্ত দিয়ে হুন্ডির টাকা ও নারী শিশু বাংলাদেশে অনুপ্রবেশ করছে জানতে পারে বিজিবি। সকালে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পুটখালি থেকে আটক করা হয় নাইজেরিয়ান নাগরিক ইকোচিকো সিডনীসহ ১৩ বাংলাদেশী নাগরিককে। এদের মধ্যে দুই নারী দুই শিশু ও নয়জন পুরুষ রয়েছে। তাদের বাড়ি যশোর, খুলনা, গোপালগঞ্জ, বরিশাল ও নড়াইল জেলায়। নাইজেরিয়ান নাগরিকের কাছ থেকে উদ্ধার করা হয় ৭৫০ ডলারসহ মূল্যবান কাগজপত্র। সে ফুটবল খেলোয়াড় বলে জানায় বিজিবি। অপরদিকে পাঁচভুলোট থেকে দুইটি মোটরসাইকেলসহ আটক করা হয় আয়ুব ও হারুনার রশিদ নামে দুই হুন্ডি ব্যাবসায়িকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় হুন্ডির পাঁচলাখ টাকা ও দুইটি মোটরসাইকেল। আটক আয়ুব হোসেন পাঁচভুলোট গ্রামের নুর আলীর ছেলে। হারুনার রশিদ একই গ্রামের জামাল হোসেনের ছেলে।
×