ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভৈরবে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ ॥ আহত ১২

প্রকাশিত: ০৪:৪৪, ২০ নভেম্বর ২০১৮

 ভৈরবে আওয়ামী লীগ-বিএনপি  সংঘর্ষ ॥ আহত ১২

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৯ নবেম্বর ॥ পৌর এলাকার চ-িবেরে বিএনপির কর্মিসভাকে কেন্দ্র করে রবিবার রাতে যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে বিএনপির কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপসহ লাঠি নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে পুলিশসহ দু’দলের ১২ কর্মী আহত হয়। এ সময় ভৈরববাজারের একটি চাইনিজ হোটেলসহ বিএনপি কার্যালয় ভাংচুর করা হয়। পুলিশ বিএনপির ৪২ নেতা-কর্মীর নামসহ অজ্ঞাত সাড়ে ৩ শ’ জনকে আসামি করে মামলা করে। জানা গেছে, রবিবার রাত সাড়ে ৯টায় চন্ডিবের এলাকার ফেরদৌস মিয়ার বাড়িতে ভৈরব পৌর বিএনপি কর্মিসভার আয়োজন করে। একই সময় ৫শ’ গজ দূরে স্থানীয় ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোমেন মিয়ার অফিসে আওয়ামী লীগ কর্মিসভা করছিল। বিএনপি নেতারা উস্কানিমূলক বক্তব্য দেয়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীরা ফেরদৌস মিয়ার বাড়িতে চলা বিএনপির সভায় হামলা চালায়। নেতা কর্মীরা কিছু সময়ের জন্য ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে উভয় গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের এক এসআইসহ ৩ পুলিশ সদস্য আহত হয়। চন্ডিবে এলাকায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ সমর্থকরা ভৈরববাজারে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় তারা বিএনপি সমর্থিত ভেনিসবাংলা চাইনিজ রেস্টুরেন্ট ভাংচুর করে। আড়াইহাজারে আহত ২৫ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৯টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী নয়াবাজার এলাকায়। জানা গেছে, শালমদী নয়াবাজার এলাকায় একটি জমির মালিকানা নিয়ে একই এলাকার তাইজুল ইসলাম ও লিয়াকত আলীর সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। সোমবার সকালে একটি পক্ষ তাদের লোকজন নিয়ে জমিটি দখল করতে গেলে প্রতিপক্ষরা তাতে বাধা দেয়। এ নিয়ে প্রথমে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক ও পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় তাদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টাধাওয়া হয়। এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। আহতদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো- তাইজুল ইসলাম, জসিমউদ্দিন, নূর নবী, আলী হামজা, কামাল হোসেন, শারজাহান বেগম, হাসিনা বেগম, আজগর আলী, শুক্কুর আলী, মালেকা বেগম, ইলিয়াছ, রেজিয়া বেগম, আবুল হোসেন, বাবুল, আনোয়ার হোসেন, নাসিমা বেগম, আসাবদ্দিন, সাহাবুদ্দিন, রূপা আক্তার, সোনিয়া আক্তার, সুফিয়ান, মাহাবুল, মারফত আলী, হাবুল্যাহ ও ফয়সাল মিয়া। এদের মধ্যে একজন ছাড়া সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে আশঙ্কনজক অবস্থায় তাইজুল ইসলামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
×