ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচনের ফল ভোটাররাই নির্ধারণ করবেন ॥ হাওলাদার

প্রকাশিত: ০৫:০১, ২০ নভেম্বর ২০১৮

 নির্বাচনের ফল  ভোটাররাই নির্ধারণ  করবেন ॥ হাওলাদার

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনের ফলাফল দেশের ভোটারাই নির্ধারণ করবেন। তাই নির্বাচনে ভোটারদের প্রতি আস্থা রাখতে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। সোমবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে হাওলাদার আরও বলেন, নির্বাচনের ফলাফল দেশের ভোটারাই নির্ধারণ করবেন। তাই নির্বাচনে ভোটারদের প্রতি আস্থা রাখতে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, সকল দল নির্বাচনে অংশ নিচ্ছে, এতে গণতন্ত্র সুসংহত হবে। নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে। তিনি বলেন, সকলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করলে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে। সম্মিলিত জাতীয় জোটের লিয়াজো কমিটির সভায় সভাপতিত্ব করেন হাওলাদার। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব) খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু উপস্থিত ছিলেন। সম্মিলিত জাতীয় জোটের নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আলহাজ আবু নাসের ওয়াহেদ ফারুক, সিনিয়র কো-চেয়ারম্যান আবু হানিফ হৃদয়, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এমএ মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহম্মেদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান হেলাল, বিএনএ চেয়ারম্যান সেকান্দার আলী মনি, জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান, আবু হাসনাত, আসাদুজ্জামান, শউম মাসুদ, মোমেন, আবদুল মতিন প্রমুখ।
×