ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ধানের শীষ প্রতীকের সংশোধন চেয়ে রিট

গুলশান লেকে ওয়াটার ট্যাক্সি চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৫:১৮, ২০ নভেম্বর ২০১৮

 গুলশান লেকে ওয়াটার ট্যাক্সি চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার ॥ গুলশান লেকে ওয়াটার ট্যাক্সি চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ওয়াটার ট্যাক্সির সৃষ্ট ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত জায়গা মেরামত না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জন্য বরাদ্দ ‘ধানের শীষ’ প্রতীকের নাম সংশোধন করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে হাইকোর্টে। ইংরেজী দৈনিক ডেইলি স্টারে শিশু অপরাধীর ছবি প্রকাশ করায় পত্রিকাটির সম্পাদকের কাছে ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। দেশে সকল পর্নোগ্রাফি ওয়েবসাইটে ছয় মাসের জন্য ব্লক করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। টেলিভিশন টকশোয় নারী সাংবাদিককে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় কারাবন্দী ব্যারিস্টার মইনুল হোসেনকে আদালতে আনা-নেয়ার সময় তাকে যথাযথ নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। গুলশান লেকে ওয়াটার ট্যাক্সি চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ওয়াটার ট্যাক্সির সৃষ্ট ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত জায়গা মেরামত না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। গুলশান বাড্ডা লেকের তীরবর্তী ওয়াকওয়ে ধসের কারণে লেকপারের ভবনগুলো ঝুঁকির সম্মুখীন হওয়ায় ট্যাক্সি চলাচল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোঃ সোহরাওয়ার্দীর বেঞ্চ সোমবার আদেশ দেয়। জনস্বার্থে হাইকোর্টে এ রিট আবেদনটি দায়ের করেন গুলশান সোসাইটির সেক্রেটারি জেনারেল ও সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ। আদালতে রিট আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। প্রতীকের নাম সংশোধন চেয়ে রিট ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জন্য বরাদ্দ ‘ধানের শীষ’ প্রতীকের নাম সংশোধন করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে হাইকোর্টে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রীমকোর্টের আইনজীবী মোঃ এইচ রশিদ এই রিট দায়ের করেন। রিটে বলা হয়েছে, ধানের শীষ হিসেবে বিএনপি যে প্রতীক ব্যবহার করছে তা ধানের ছড়া, আসলে তারা কী ধানের শীষ ব্যবহার করবে, না ধানের ছড়া ব্যবহার করবে সে নির্দেশনা চাওয়া হয়েছে। আজ মঙ্গলবার কার্যতালিকায় আসলে হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোঃ আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে। প্রতীকের সঙ্গে ধানের শীষের ছবির মিল না থাকায় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী হারুন-উর-রশীদ। তিনি বলেন, বিএনপি যে প্রতীকে নির্বাচন করছে তা ভুল। কেননা, তারা বলছে ‘ধানের শীষ’ কিন্তু ছবিতে দেখা যাচ্ছে ‘ধানের ছড়া’। অর্থাৎ ছবির সঙ্গে প্রতীকের নামের কোন মিল নেই। কেননা, ধানের শীষ আর ধানের ছড়া একই ধরনের নয়। বিএনপির প্রতীক হচ্ছে ধানের ছড়া। তাই তাদের প্রতীক ঠিক থাকবে কিন্তু ধানের শীষের পরিবর্তে লিখতে হবে ধানের ছড়া। এই রিটকারী আরও বলেন, বিএনপি এর আগেও কয়েকবার ক্ষমতায় ছিল। কিন্তু সে সময় তারা প্রতীক বা প্রতীকের নাম সংশোধন করেনি। এটা তাদের ভুল ছিল। ১৯৯১ সালে আমি এই ভুলটি তাদের দৃষ্টিগোচর করেছিলাম কিন্তু তবুও ভুলটি তারা সংশোধন করেনি। তাই প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করলাম। আমি আইনজীবী। আমার কোন রাজনৈতিক পরিচয় নেই। আমি রাজনীতি করি না। তবে, এই পরিবর্তন যে আসন্ন জাতীয় নির্বাচনে করতে হবে এমন নয়। চাইলে নির্বাচনের পরেও নাম পরিবর্তন করলে হবে। ছবি প্রকাশে ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট ॥ ইংরেজি দৈনিক ডেইলি স্টারে শিশু অপরাধীর ছবি প্রকাশ করায় পত্রিকাটির সম্পাদকের কাছে ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে লিখিতভাবে এ ব্যাখ্যা আদালতে দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে সংবাদপত্র, ম্যাগাজিনসহ যেকোন সংবাদ মাধ্যমে শিশু আদালতে বিচারাধীন কোন মামলার শিশু আসামির নাম, ঠিকানা, ছবিসহ তার পরিচিতি তুলে ধরা কেন বেআইনী হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। পর্নোগ্রাফি ওয়েবসাইট ব্লক করার নির্দেশ ॥ দেশে সকল পর্নোগ্রাফি ওয়েবসাইট ছয় মাসের জন্য ব্লক করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি, গ্রামীণ ফোন, বাংলালিংক, এয়ারটেল, রবিসহ সংশ্লিষ্ট পাঁচটি মোবাইল অপারেটরকে এই আদেশ পালন করার নির্দেশ দেয়া হয়েছে। মইনুল হোসেনকে যথাযথ নিরাপত্তা দেয়ার নির্দেশ ॥ টেলিভিশন টকশোয় নারী সাংবাদিককে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার কারাবন্দী ব্যারিস্টার মইনুল হোসেনকে আদালতে আনা-নেয়ার সময় তাকে যথাযথ নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তাকে যথাযথ নিরাপত্তা দিতে রংপুরের পুলিশ কমিশনার, কারারক্ষী ও জেল সুপারকে এই নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষকে একটি বোর্ড গঠন করে মইনুল হোসেনের চিকিৎসার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
×