ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে গৃহবধূকে হত্যা, ট্রেনে কাটা পড়েছে এক নারী

প্রকাশিত: ০৫:১৮, ২০ নভেম্বর ২০১৮

 রাজধানীতে গৃহবধূকে হত্যা, ট্রেনে কাটা পড়েছে এক নারী

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রামপুরায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী দুলালকে গ্রেফতার করেছে। এদিকে কুড়িল বিশ্বরোডে ট্রেনে কাটা পড়ে এক নারী প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। অন্যদিকে মালিবাগে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে এক স্কুলপড়ুয়া শিশু গুরুতর আহত হয়েছে। এ সময় উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর রামপুরায় নূপুর আক্তার (২১) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে উঠেছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী দুলালকে গ্রেফতার করেছে। রবিবার মধ্যরাতে রাজধানীর রামপুরার পূর্ব হাজীপাড়ার বউবাজার এলাকার বস্তির রুমের তালা ভেঙ্গে নূপুর আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পরে সোমবার সকালে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, পাঁচ বছর বয়সী একমাত্র ছেলে মুন্নাকে নিয়ে দুলাল ও নূপুর ভাড়া থাকতেন ঢাকার রামপুরার পূর্ব হাজীপাড়ার বউবাজার এলাকার এক বস্তিতে। নূপুর ও দুলালের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এরই জের ধরে নূপুরকে হত্যা করে থাকতে পারে দুলাল। রবিবার রাতে পূর্ব হাজীপাড়া এলাকার রুমের তালা ভেঙ্গে নূপুরের মরদেহ উদ্ধারের পর রামপুরা থানা নিহতের স্বামী দুলালকে গ্রেফতারের জন্য অভিযানে নামে। সোমবার ভোরের দিকে শেরপুরের শ্রীবর্দীর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। ট্রেনে কাটা পড়ে নারী প্রতিবন্ধীর মৃত্যু ॥ রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনে কাটা পড়ে এক নারী প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান, সোমবার ভোরের দিকে কুড়িল লেভেল ক্রসিংয়ে রেললাইন পার হচ্ছিলেন অজ্ঞাত (৩৫) ওই নারী মানসিক প্রতিবন্ধী। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আবারও বাসের ধাক্কায় এক স্কুলপড়ুয়া শিশু আহত ॥ রাজধানীর মালিবাগে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে আহনাফ রহমান লাবিব (৮) নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। এ সময়ে উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করেছে। আহত লাবিব মালিবাগ সাউথ পয়েন্ট স্কুল এ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম মিজানুর রহমান। আহত স্কুলছাত্রের মা নিগার সুলতানা জানান, সোমবার দুপুর ১২টার দিকে স্কুল ছুটির পর মোটরসাইকেলে বাবার পেছন বসে মগবাজারের বাসায় ফিরছিল লাবিব। মালিবাগ সুপার মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী মিনিবাস পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে লাবিব রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। আহতের বাবা মিজানুর রহমান জানান, স্টার লিংকের একটি মিনিবাস পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পেছন থেকে ছেলে লাবিব পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে ছেলেকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। ছেলের মাথায়, হাত, পা ও বুকে আঘাত লেগেছে। চিকিৎসকরা জানিয়েছে চারব্যাগ বি পজিটিভ রক্তের প্রয়োজন। আমরা রক্ত সংগ্রহ করার চেষ্টা করছি। জরুরী বিভাগের আবাসিক সার্জন ডাঃ মোঃ আলাউদ্দিন জানান, দুর্ঘটনায় শিশুটির কোমরে আঘাত পেয়েছে। তার চিকিৎসা চলছে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, চালক পালিয়ে গেলেও ঘাতক স্টার লিংকের মিনিবাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা বাসটির কিছুটা ভাংচুর করেছে।
×