ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফখরুলকে ওবায়দুল কাদেরের চ্যালেঞ্জ

বিনা অপরাধে কাকে গ্রেফতার করা হয়েছে প্রমাণ দিন

প্রকাশিত: ০৫:২৯, ২০ নভেম্বর ২০১৮

  বিনা অপরাধে কাকে গ্রেফতার করা  হয়েছে প্রমাণ দিন

বিশেষ প্রতিনিধি ॥ বিনা অপরাধে কাকে গ্রেফতার করা হয়েছে তার প্রমাণ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির অধিকাংশ নেতাকর্মী কোন না কোন অপরাধে জড়িত। আগুন সন্ত্রাস, বাস পোড়ানো, ভূমি অফিসে আগুন, গাছ কাটা, রাস্তা কাটা, বোমাবাজি এগুলো তাদের কাজ। তারা এগুলোর সঙ্গে জড়িত। যাদের গ্রেফতার করা হয়েছে আইনের দৃষ্টিতে এরা নিরপরাধ নয়। এরা কি একেবারে ধোঁয়া তুলসী পাতা? কাদেরকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে মির্জা ফখরুল তা প্রমাণ করুন। কোন নিরপরাধ ব্যক্তি এখানে ভিকটিম হবে না। সোমবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ চ্যালেঞ্জ দেন। পত্রপত্রিকায় প্রকাশিত মনোনয়ন তালিকা ‘মনগড়া’ উল্লেখ করে তিনি বলেন, কাউকে মনোনয়নের নিশ্চয়তা দেয়া হয়নি। আমরা কাউকে মনোনয়ন দেইনি, দিয়েছে মিডিয়া। আমরা দলের পক্ষ থেকে এখনও মনোনয়ন দেইনি। জোটগতভাবে মনোনয়ন দেয়া হবে। যারা দাবি করছেন বা মনোনয়ন পেয়েছেন বা পড়েছেন বলে যে নিউজ আসছে, সব ভুয়া। মনোনয়ন নিয়ে পত্রপত্রিকায় প্রকাশিত তালিকা মনগড়া, বানোয়াট, এগুলোর বাস্তবসম্মত ভিত্তি নেই। দলীয় প্রার্থীর সাক্ষাতকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দ-প্রাপ্ত তারেক রহমান বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের ভিডিও কলে সাক্ষাতকার নেয়া নির্বাচনী বিধির সুস্পষ্ট লঙ্ঘন। আজকেও একই ঘটনা পুনরাবৃত্তি ঘটেছে। নির্বাচন কমিশনকে আশু ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছি আমরা। তিনি বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে কোন অপরাধী নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবে না। এ বিষয়ে নির্বাচন কমিশনের দিকে আমরা তাকিয়ে আছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আবারও নির্বাচন কমিশনকে আশু ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। তবে এ নিয়ে ইলেকশন কমিশনের বক্তব্যের জবাব এখনই দিচ্ছি না। ইলেকশন কমিশন কি বলেছে তা ভাল করে জানতে হবে। এ বিষয়ে উচ্চ আদালতে যাবেন কি না জানতে চাইলে তিনি বলেন, দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে। নির্বাচন কমিশন থেকে কোন প্রতিকার না পেলে আমরা জনতার আদালতে বিচার দেব। বিএনপি নির্বাচন বানচালের পায়তারা করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ঐক্যফ্রন্টের ব্যানারে একটি দল নির্বাচন বানচালের পায়তারা করছে। সারাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বিরাজ করছিল। সিডিউল ঘোষণার পর মনোনয়ন প্রদান পর্যায়ে তারা পরিকল্পিতভাবে মনোনয়ন সংগ্রহের নামে সারাদেশ থেকে তাদের নেতাকর্মীর পাশাপাশি সন্ত্রাসীদের জড়ো করে পুলিশের ওপর হামলা করেছে। ২০ জনের মতো পুলিশ আহত হয়ে হাসপাতালে। এতদিন যারা নির্বাচনের পরিবেশ পরিবেশ বলে চিৎকার করছিল, সিডিউল ঘোষণার পর তারাই পরিবেশ নষ্ট করছে। বিএনপি আওয়ামী লীগের চেয়ে বেশি মনোনয়ন ফরম বিক্রির ভুয়া প্রতিযোগিতায় লিপ্ত অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, আমাদের চার হাজার মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এখন বিএনপি তার চেয়ে বেশি বিক্রি দেখাতে চায়। আমি চ্যালেঞ্জ করে বলছি, তারা মনোনয়ন ফরম বিক্রির ভুয়া সংখ্যাতত্ত্ব দিচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষায়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, ইকবাল হোসেন অপু প্রমুখ।
×