ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অপূর্ব আচার্য

তারুণ্যের নেতৃত্ব...

প্রকাশিত: ০৬:৪৫, ২০ নভেম্বর ২০১৮

 তারুণ্যের নেতৃত্ব...

তারুণ্যে কাছে বাধাহীন বিশ্ব। এক কথায় তারুণ্যের শক্তি অসীম। এই শক্তিই পারে সকল অপশক্তিকে রুখে দিতে। এমন প্রত্যয় নিয়েই পথ চলছেন এক তরুণ। নাম মেহেদী হাসান। মুক্তিযুদ্ধের চেতনায় আগামী দিনের মূলধারার রাজনীতির নেতৃত্ব যাদের হাতছানি দিচ্ছে তাদেরই একজন তিনি। বর্তমান পরিচয় ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি। আলাপচারিতায় মেহেদী বলেন, বর্তমান ভোটার তালিকার উল্লেখযোগ্য একটা অংশ তরুণ ভোটার। একাদশ জাতীয় নির্বাচনের ফল নির্ধারণে বিরাট ভূমিকা রাখবেন তরুণ ভোটাররা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে নতুন এই ভোটারদের ঐকবদ্ধ করাই আমাদের প্রধান লক্ষ্য। গত দশ বছরে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে যে উন্নয়ন মূলক কর্মকান্ড করেছেন তা তরুণ ভোটারদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এক প্রশ্নের জবাবে মেহেদী বলেন, তরুণ ভোটারদের কাছে গিয়ে অনুধাবন করতে পেরেছি তারা মুক্তিযুদ্ধের চেতনায় দীক্ষিত। দেশপ্রেম তাদের কাছে অপ্রতিরোধ্য। দেশ একটা বড় আবেগ আর ভালোবাসার বিষয় তাদের কাছে। তারা পছন্দ করেন স্বচ্ছ আর সাবলীল নেতৃত্ব। তরুণদের জীবন জয়ী করে তোলার জন্য আমাদের রাজনীতি ও সমাজের রয়েছে অগ্রগণ্য ভূমিকা। রাজনীতিবিদ হিসেবে তরুণদের পছন্দের তালিকায় অগ্রভাগে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে অভূতপূর্ব বহুমুখী উন্নয়ন গত দুই মেয়াদে সুসম্পন্ন হয়েছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার ওপরই আস্থা তাদের। গুজব সম্পর্কে দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে মেহেদী বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াত ও তাদের সমমনা সন্ত্রাসী সংগঠনগুলো নানা ষড়যন্ত্রে লিপ্ত। অতীতের মতো নানা গুজব ছড়িয়ে তারা দেশবাসীকে বিভ্রান্ত ও সন্ত্রাসী কর্ম করতে চাইবে। ছাত্রলীগ তাদের কোন এজেন্ডা বাস্তবায়ন করতে দেবে না। আওয়ামী লীগের নির্দেশে মহানগর দক্ষিণের প্রতিটি নেতা-কর্মী বিরোধী জোটের সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। তিনি বলেন, দুই মেয়াদে সমুদ্র থেকে মহাকাশে সর্বত্রই বাংলাদেশের সম্মান প্রতিষ্ঠা করেছে শেখ হাসিনার সরকার। ডিজিটাল বাংলাদেশের সর্বত্রই ফোরজি ইন্টারনেটের মতোই দ্রুত এবং স্বাচ্ছন্দ্যময় হয়েছে মানুষের জীবন- যা অতীতে কল্পনাও করা যেত না। নারী শিক্ষার প্রসার এবং বেকারত্ব দূরীকরণে বিশ্বের কাছে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এই প্রত্যাশা থেকে বলা যায়, বাংলাদেশ আওয়ামী লীগ গত দুইবারের মতো পুনরায় নির্বাচিত হবে। নির্বাচন কমিশন এবং শেখ হাসিনার সরকার একটি সুষ্ঠু নির্বাচনের পথে এগুচ্ছে। সুষ্ঠু নির্বাচনকে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায় অথবা নৈরাজ্যের সৃষ্টি করতে চায়, সেক্ষেত্রে তরুণ সমাজ একযোগে তা প্রতিরোধ করবে।
×