ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জোকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন জেরেভ

প্রকাশিত: ০৬:৫৯, ২০ নভেম্বর ২০১৮

 জোকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন জেরেভ

জিএম মোস্তফা ॥ মৌসুমের শেষটা রাঙিয়ে নিলেন আলেক্সান্ডার জেরেভ। দুর্দান্ত খেলেই বছরের শেষ টুর্নামেন্ট এটিপি ট্যুর ফাইনালসের চ্যাম্পিয়ন হলেন তিনি। সেমিফাইনালে সুইস তারকা রজার ফেদেরারকে হারানোর পর রবিবার ফাইনালে নোভাক জোকোভিচের বিপক্ষেও দারুণ এক জয় তুলে নিলেন জার্মানির এই প্রতিভাবান খেলোয়াড়। সেই সঙ্গে ক্যারিয়ারের প্রথম এটিপি ট্যুর ফাইনালসের শিরোপাও নিজের শোকেসে তুললেন আলেক্সান্ডার জেরেভ। চলতি মাসের শুরুতেই প্যারিস মাস্টার্সের ফাইনালের টিকেট কেটেছিলেন নোভাক জোকোভিচ। কিন্তু ফাইনালে রাশিয়ার অখ্যাত কারেন খাচানোভের কাছে হেরে যান সার্বিয়ান তারকা। রবিবার আরও একটি ফাইনালে লজ্জাজনকভাবে হার মানলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়। এবার মৌসুমের শেষ টুর্নামেন্ট এটিপি ট্যু’র ফাইনালসের ফাইনালে আলেক্সান্ডার জেরেভ ৬-৪ এবং ৬-৩ গেমে নোভাক জোকোভিচকে পরাজিত করেন। অথচ এই টুর্নামেন্টে সবচেয়ে ফেবারিট ছিলেন নোভাক জোকোভিচ। তবে জেরেভ শুধু সার্বিয়ান তারকাকেই পরাজিত করেননি। সেমিফাইনালে আরেক গ্রেট রজার ফেদেরারকেও পরাজয়ের লজ্জা উপহার দেন তিনি। সেই ম্যাচ জিতে ফেড এক্সপ্রেসের কাছে ক্ষমাও চেয়েছিলেন জার্মানির ২১ বছরের এই তরুণ। রবিবার জোকোভিচকেও পরাজিত করে ক্যারিয়ারের অন্যতম সেরা এক টুর্নামেন্টের পুরস্কার জিতে দারুণ রোমাঞ্চিত জেরেভ। ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এটা অবিশ্বাস্য। আমি সত্যিই অনেক খুশি। অবশ্যই এখন পর্যন্ত জেতা আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার এটা। আজ আমি যেভাবে খেলেছি এবং জিতেছি তা সত্যিই বিস্ময়কর।’ জেরেভ এ সময় আরও বলেন, ‘আমার কাছে এটা সম্পূর্ণরূপেই বিস্ময়কর ব্যাপার। টানা দুই ম্যাচে ফেদেরার, জোকোভিচের মতো বড় মাপের দুই খেলোয়াড়কে হারানোটা মোটেও সহজ ব্যাপার নয়। তাদের হারানোটার মানে আমার কাছে অনেক কিছু। সত্যি কথা বলতে এই মুহুূর্তটা আমার জন্য গর্বের।’ উইম্বলডনের পর মাত্র তিনজন খেলোয়াড় জোকোভিচকে হারাতে পেরেছেন। তাদের তিনজনই নবীন। যার মধ্যে আলেক্সান্ডার জেরেভ অন্যতম। এই টুর্নামেন্টের গ্রুপপর্বে জোকোভিচের কাছে হেরেছিলেন জেরেভ। কিন্তু শনিবার ফেদেরারকে হারানোর পরই যেন আত্মবিশ্বাস বেড়ে যায় জার্মান তারকার। এদিকে হারলেও জেরেভের প্রশংসায় পঞ্চমুখ নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা মনে করেন জেরেভ একসময় তাকেও ছাড়িয়ে যাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিঃসন্দেহে গ্রুপপর্বের চেয়ে অনেক ভাল খেলেছে সে। এই পুরস্কারের জন্য জেরেভই যোগ্য। আমি আশাকরি সে আমাকেও ছাড়িয়ে যাবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি আন্তরিকভাবে তারজন্য শুভকামনা জানাই। সে এখন পর্যন্ত যা কিছু করেছে তা যোগ্য হিসেবেই করতে সক্ষম হয়েছে। তার সামনে এখনও অনেক সময় পড়ে আছে। আমি তাকে শুভকামনা জানাই সে যেন সুস্থ থাকতে পারে এবং অবশ্যই যেন অনেক শিরোপা জিততে পারে।’ গত মাসে বাসেলে ক্যারিয়ারের ৯৯তম শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন রজার ফেদেরার। এরপর তার সামনে আসে শততম ট্রফি জয়ের হাতছানি। কিন্তু দুর্ভাগ্য ফেড এক্সপ্রেসের। বাসেলের পর দুটি টুর্নামেন্ট খেললেও উভয় টুর্নামেন্টেই ব্যর্থ হয়েছেন তিনি। সুইস টেনিসের জীবন্ত কিংবদন্তি বাসেলের পর কোর্টে নেমেছিলেন প্যারিস মাস্টার্সে। প্যারিসের পর সরাসরি লন্ডনে এটিপি ফাইনালসে অংশ নেন ফেদেরার। দুর্ভাগ্য যে, দুই টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে ছিটকে যান তিনি। এর ফলে এ বছরে আর তার শিরোপার সংখ্যাটাকে বাড়াতে পারছেন না ফেদেরার। অপেক্ষা করতে হবে নতুন মৌসুম শুরু হওয়ার আগ পর্যন্ত।
×