ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বসুন্ধরা কিংস-শেখ রাসেল সেমির লড়াই আজ

প্রকাশিত: ০৭:০২, ২০ নভেম্বর ২০১৮

বসুন্ধরা কিংস-শেখ রাসেল সেমির লড়াই আজ

রুমেল খান ॥ এক দল এই প্রথমবারের মতো খেলছে। দলে আছে বিশ্বকাপের খেলোয়াড়। কাগজে-কলমে মৌসুমের সবচেয়ে শক্তিশালী দল তারা। আরেক দল এই আসরে আগে একবার চ্যাম্পিয়ন হয়েছিল। আবারও হতে পারে, তবে তার আগে তাদের পেরোতে হবে দুটি ধাপ। সেই ধাপের প্রথমটি হচ্ছে সেমিফাইনাল। ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবলের দ্বিতীয় সেমিতে আজ নবাগত বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে এই আসরের ২০১২ সালের শিরোপাধারী শেখ রাসেল ক্রীড়াচক্র। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে খেলাটি। প্রথমবারের মতো ফেডারেশন কাপে খেলতে এসেই নজর কেড়েছে বসুন্ধরা। ‘ডি’ গ্রুপে মোহামেডানকে ৫-২ গোলে হারায়। এছাড়া শেখ জামাল ধানমন্ডি এবং নোফেল স্পোর্টিংয়ের সঙ্গে ড্র করে ১-১ গোলে। গ্রুপসেরা হয়ে নাম লেখায় কোয়ার্টার ফাইনালে। সেখানে তারা ৫-১ গোলে উড়িয়ে দেয় টিম বিজেএমসিকে। বসুন্ধরার বিশ্বকাপের তারকা কোস্টারিকান ফরোয়ার্ড করেছেন একটি হ্যাটট্রিকসহ মোট ৪ গোল যা এখন পর্যন্ত এই আসরে ব্যক্তিগত সবচেয়ে গোলের কৃতিত্ব। গোল করা এবং করানো দুটোতেই সেরা তিনি। দলের এই সেরা তারকার দিকেই তাকিয়ে দলের কোচ অস্কার ব্রুজেন, ‘গোল করা এবং করানোই কলিনড্রেসের মূল দায়িত্ব। সে ম্যাচ পরিস্থিতিটা বুঝতে পারে দারুণ। সে অনুযায়ী কখনও মিডফিল্ডে যোগ দেয়, কখনও ওপরে উঠে যায়। আশা করি আজ একই ধারাবাহিকতা নিয়ে ওরা খেলবে।’ বসুন্ধরা এ পর্যন্ত ১২ গোল করেছে ঠিকই, কিন্তু রক্ষণভাগে কিছুটা সমস্যা থাকায় গোলও হজম করেছে ৫টি। গোদের ওপর বিষফোঁড়া হচ্ছে- জাতীয় দলের ব্যস্ততায় কিরগিজস্তানের বখতিয়ারকে আজ পাচ্ছে না তারা। ইনজুরির কারণে অনিশ্চিত মার্কোসও। আরও কয়েকজনের ছোটখাট ইনজুরি আছে। ফলে একাদশের চেহারা কেমন হবে এ নিয়ে কোন মন্তব্য করতে নারাজ কোচ অস্কার। বরং বলেছেন প্রতিপক্ষ নিয়ে, ‘সেমিতে আমরা এক প্রতিপক্ষের মুখোমুখি হব যারা এ পর্যন্ত কোন গোলই হজম করেনি। আমাদের জন্য ম্যাচটা তাই কঠিন হবে। তবে আমি আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে। এর আগেও আমি টিটুর এই দলের বিপক্ষে খেলেছি। ওরা বরাবরই শক্ত প্রতিপক্ষ। দারুণ গোছালো এবং রক্ষণে খুবই ধারাবাহিক। ওপরে গোল করার মতো ভাল কয়েকজন বিদেশী ফরোয়ার্ড আছে ওদের। তাই পুরো ৯০ মিনিটই আমাদের মনোযোগ ধরে রেখে খেলতে হবে।’ সাইফুল বারী টিটু হচ্ছেন রাসেলের কোচ। যার কোচিং দর্শনই হলো ডিফেন্স সামলে কাউন্টার এ্যাটাকে গোল করা। এ নীতিতে খেলেই এ পর্যন্ত তিন ম্যাচে ৪ গোল করেছে তারা। ‘সি’ গ্রুপে তারা ২-০ গোলে মুক্তিযোদ্ধাকে এবং গত আসরের শিরোপাধারী ঢাকা আবাহনীকে ১-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে কোয়ার্টারে ওঠে। সেখানে তারা গত আসরের রানার্সআপ চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে নাম লেখায় শেষ চারে। রাসেল কোচ টিটু বলেন, ‘আমরা জানি বসুন্ধরা কিংসের আক্রমণভাগ অনেক শক্তিশালী। তাদের বিশ্বকাপ খেলা ফুটবলার আছে। তবে আমাদেরও রক্ষণভাগ ভাল। আগের ম্যাচগুলোতে ডিফেন্ডাররা নিজেদের সেরাটা মেলে ধরেছে। সেমিতে আমাদের কৌশল থাকবে আগে গোল করা এবং পরে রক্ষণাত্মক খেলা।’ এখন দেখার বিষয়, প্রথমবারের মতো খেলতে এসেই বসুন্ধরা নাকি দ্বিতীয়বারের মতো শেখ রাসেল ফাইনালে উঠতে পারে কি না।
×