ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যর্থতার ষোলোকলা পূর্ণ সালমাদের

প্রকাশিত: ০৭:০২, ২০ নভেম্বর ২০১৮

ব্যর্থতার ষোলোকলা পূর্ণ সালমাদের

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপে চ্যাম্পিয়ন, বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর আত্মবিশ্বাস বেড়েছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। সে কারণে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার প্রত্যয় জানিয়েছিলেন অধিনায়ক সালমা খাতুন। কিন্তু গ্রুপপর্বের সবগুলো ম্যাচ হেরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে বাংলাদেশের মেয়েরা। রবিবার রাতে সেন্ট লুসিয়ায় ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের কাছে ৩০ রানে হেরে টি২০ বিশ্বকাপ মিশন শেষ করেছে সালমারা। রবিবার সেন্ট লুসিয়ায় নিজেদের শেষ ম্যাচে টস জিতে আগে প্রোটিয়া মেয়েদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরুটা ভাল করে ১ উইকেটে ৬০ রান তুলে ফেলেছিল প্রতিপক্ষরা। তবে এরপর খাদিজাতুল কুবরা ও সালমার স্পিন দাপটে বিপর্যস্ত হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১০৯ রানের বেশি করতে পারেনি তারা নির্ধারিত ২০ ওভারে। জবাবে ব্যাটিংয়ে পুরনো ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। ফারজানা হক ও রুমানা আহমেদ ছাড়া বাকিরা ছিলেন পুরোপুরি ব্যর্থ। শেষ পর্যন্ত ৫ উইকেট হার। ৭৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ফারজানা ১৯ রানে সাজঘরে ফিরলেও রুমানা ৪০ বলে ২ চারে ৩৪ রান করে অপরাজিত থাকেন। ৩০ রানে হারে বাংলাদেশ। এবার টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে মিশন শুরু হয়েছিল সালমাদের। এরপর ইংল্যান্ড, শ্রীলঙ্কার কাছেও বাজেভাবে হারে বাংলাদেশ। শেষ ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে ৫ উইকেটে ৭৯ রানই ছিল এবার বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।
×