ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জয়ে ফিরল স্পেন

প্রকাশিত: ০৭:০৪, ২০ নভেম্বর ২০১৮

 জয়ে ফিরল স্পেন

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে জয়ের স্বাদ পেল স্পেন। টানা দুই ম্যাচে হারের পর জয়ের পথে ফিরেছে লা রোজারা। রবিবার ঘরের মাঠে বসনিয়া হার্জেগোভিনাকে হারিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। লাস পালমাসে আন্তর্জতিক প্রীতি ম্যাচে এদিন তারা ১-০ গোলে পরাজিত করে তুলনামূলক খর্বশক্তির দল বসনিয়া হার্জেগোভিনাকে। উয়েফা নেশন্স লীগে অক্টোবরে ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরেছিল ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। এরপর গত সপ্তাহে ক্রোয়েশিয়ার কাছেও একই ব্যবধানে হেরে যায় স্পেন। যে কারণে বসনিয়ার বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ ছিল ইউরো-বিশ্বকাপ-ইউরোজ য়ীদের জন্য। তবে এই ম্যাচে এককভাবেই দাপট দেখিয়েছে ইস্কো-এসেনসিওরা। ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখা স্পেন প্রথমার্ধে অবশ্য তেমন কোন গোলের সুযোগই তৈরি করতে পারেনি। এ সময় প্রতিপক্ষকে কোন পরীক্ষায় ফেলতে পারেনি বসনিয়াও। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে অবশেষে গোলের দেখা পায় স্পেন। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ইস্কোর শট গোলরক্ষক ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল পেয়ে অনায়াসে বাঁ পায়ের শটে গোল করেন অভিষিক্ত সেল্টা ভিগোর ফরোয়ার্ড ব্রাইস মেন্ডেস। এই জয় দিয়েই এ বছরের পথচলা শেষ হলো রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেয়া স্পেনের। এদিকে দীর্ঘ ৯ বছর স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠ মাতিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। স্বাভাবিকভাবেই সতীর্থদের সঙ্গে সিআর সেভেনের সম্পর্কটা ছিল বেশ ভাল। তাদের মধ্যে অন্যতম ছিলেন মার্কো এ্যাসেনসিও। পর্তুগীজ ফরোয়ার্ডের পাশে নিজের সেরাটা দিয়ে এসেছেন রিয়াল মাদ্রিদের এই স্প্যানিশ মিডফিল্ডার। আবারও নাকি তিনি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর সঙ্গে খেলতে চান। আর এ জন্যই নাকি তিনিও পাড়ি দিচ্ছেন ইতালিয়ান সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসে। ইতালির ক্রীড়া দৈনিক টুট্টো স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী এ্যাসেনসিও ইচ্ছা প্রকাশ করেছেন জুভেন্টাসে খেলার। কারণ হিসেবে ওই দৈনিক বলেছে, গতবার চ্যাম্পিয়ন্স লীগে জুভদের বিপক্ষে রোনাল্ডোর পাওয়া সংবর্ধনা দেখে তিনি মুগ্ধ হয়েছেন। এছাড়া সাবেক সতীর্থ আলভারো মোরাতার কাছ থেকে জুভেন্টাস সম্পর্কে ভাল কথাও শুনেছেন তিনি। যে কারণেই এ স্প্যানিশ মিডফিল্ডার রিয়াল ছেড়ে ঘর বাঁধতে চান তুরিনের ক্লাবটিতে। যদিও ব্যাপারটি সম্পর্কে এখন এ্যাসেনসিও আনুষ্ঠানিকভাবে বলেননি কিছুই। এ্যাসেনসিও মনে করেন জুভেন্টাসের কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি তার কাছ থেকে সেরাটা বের করে নিতে পারবেন। রিয়াল ছাড়ার পেছনে স্প্যানিশ মিডফিল্ডারের এটাও গুরুত্বপূর্ণ একটা কারণ।
×