ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কার্জন হলের সামনে বাসের নিচের নবজাতককে উদ্ধার

প্রকাশিত: ০০:০৬, ২০ নভেম্বর ২০১৮

কার্জন হলের সামনে বাসের নিচের নবজাতককে উদ্ধার

অনলাইন রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের সামনে থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। কার্জন হলের সামনে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসের নিচে পড়ে ছিল নবজাতকটি। নবজাতকটি মেয়ে এবং বেঁচে আছে। নবজাতকটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার বয়স মাত্র একদিন হতে পারে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে নবজাতকটিকে পাওয়া যায়। নবজাতকটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ঢাবির নিরাপত্তাকর্মী মো. শাহিন মিয়া জানান, কার্জন হলের সামনে দিয়ে যাওয়ার সময় হলের গেটের সামনে বিআরটিসি বাসের নিচে ওড়না দিয়ে মোড়ানো এই নবজাতকটিকে দেখা যায়। পরে বাসের নিচ থেকে তাকে বের করে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নবজাতকটিকে হাসপাতালের ২১১ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
×