ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা-সিলেট মহাসড়কের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ০০:৩৬, ২০ নভেম্বর ২০১৮

ঢাকা-সিলেট মহাসড়কের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব সংবাদদাতা, ভৈরব ॥ মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের পাশ্ববতি নরসিংদীর রায়পুরার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় বাস ও মটরসাইলের মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনা স্থলেই মোটর সাইকেলের দুই আরোহী ওয়ার্কসপ কর্মচারী রিফাত (২২) ও রায়হান (২৫)নামের দুই যুবক নিহত হয়। খবর পেয়ে ভৈবর হাইত্তয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা স্থলে পৌছে লাশ দুটি উদ্ধার করে ভৈরবে হাইত্তয়ে থানায় নিয়ে আসে। নিহত যুবকদের বাড়ী ভৈরব শহরের তাতারকান্দি এলাকায় । পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুর একটার দিকে হবিগঞ্জ থেকে ঢাকা গামী পালকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাহমুদাবাদ নামা পাড়া এলাকায় একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করার সময় ভৈরব গামী একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মটর সাইকেলের দুই আরোহীসহ মটরসাইকেলটি একশ গজ দূরে টেনে ছেচড়ে নিয়ে যায়। এতে করে মোটর সাইকেলের দুই আরোহি ঘটনা স্থলেই নিহত হয়। দূঘটনার পর এ সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধারসহ রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।
×