ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহাদেবপুরে ইভটিজিংয়ের ঘটনায় বখাটেকে ১৫ দিনের কারাদন্ড

প্রকাশিত: ০১:১৭, ২০ নভেম্বর ২০১৮

মহাদেবপুরে ইভটিজিংয়ের  ঘটনায় বখাটেকে ১৫ দিনের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ মঙ্গলবার বিকেলে নওগাঁর মহাদেবপুরে কলেজ ছাত্রীকে ইভটিজিং করায় এক বখাটেকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এদিন সকাল ১০ টার দিকে উপজেলার চাঁন্দাশ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী নূশরাত জাহান মিরা তার গুড়হাড়িয়া গ্রামের বাড়ি থেকে কলেজে যাওয়ার সময় পথিমধ্যে তাকে একই গ্রামের নূরনবী শাহ্র ছেলে সুমন শাহ্ (২০) ইভটিজিং করে। এ ঘটনায় বাদি হয়ে কলেজ ছাত্রীর বাবা ইনতাজুর রহমান থানায় অভিযোগ দেন। পুলিশ ইভটিজার সুমনকে বিকেলে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মোবারক হোসেন পারভেজ উপরোক্ত রায় প্রদান করেন।
×