ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে রোহিঙ্গার হাতে ধর্ষণের শিকার দেড় বছরের শিশু

প্রকাশিত: ০১:৩৫, ২০ নভেম্বর ২০১৮

কক্সবাজারে রোহিঙ্গার হাতে ধর্ষণের শিকার দেড় বছরের শিশু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রোহিঙ্গার হাতে ধর্ষণের শিকার হয়েছে দেড় বছর বয়সের শিশু। সোমবার গভীর রাতে শিশুকে সদর হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে এলাকাবাসি আটক করে পুলিশে দিয়েছে ওই লম্পট রোহিঙ্গাকে। সোমবার সন্ধ্যায় শহরের বাদশাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, রোহিঙ্গা আবদুল্লাহ দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভাড়া বাসায় বাস করে আসছিল বাদশাঘোনা এলাকায়। সোমবার পাশের বাসার ভাড়াটে এক শিশুকে আদর করার ভান করে ধর্ষণ শেষে পালিয়ে যায়। অবুঝ শিশুটির অসহ্য যন্ত্রণায় দরিদ্র মাবাবা প্রথমে কিছুই ভেবে পাচ্ছিলনা। পরে শিশুর শরীরে রক্ত দেখতে পেয়ে বুঝতে বাকী নেই কারও। জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। লম্পট ওই রোহিঙ্গাকে খুঁজতে থাকে স্থানীয়রা। আত্মগোপনে থাকা অবস্থায় রোহিঙ্গা আবদুল্লাহকে ধরে পুলিশে খবর দেয় গ্রামবাসি। মঙ্গলবার ভোরে কক্সবাজার সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক করে নিয়ে আসে ওই রোহিঙ্গাকে। মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ব্যাপারে অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিষাক্ত সাপের চেয়েও খারাপ জাতিগোষ্ঠীর নাম রোহিঙ্গা। ওই জাতির কাছে ন্যায়-অন্যায় বলতে কিছুই নেই। যতই দুধ-কলা খাওয়ানো হয়না কেন, একদিন ছোবল মারবেই ওই রোহিঙ্গারা। মানবিক কারণে অন্তত ১২লাখ রোহিঙ্গাকে জায়গা দেয়া হয়েছে এখানে। অথচ ওই রোহিঙ্গাদের কাছে দেড় বছরের শিশু পর্যন্তও পরিচয় নেই। ধর্ষক রোহিঙ্গার সর্বোচ্চ শান্তি প্রদানের পাশাপাশি অনুপ্রবেশকারী সকল রোহিঙ্গাকে দ্রুত প্রত্যাবাসন নতুবা বিচ্ছিন্ন কোন দ্বীপে স্থানান্তরের দাবী জানিয়েছেন জেলার বাসিন্দারা।
×