ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ৭০,৬৬৭ জন

প্রকাশিত: ০১:৪২, ২০ নভেম্বর ২০১৮

প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ৭০,৬৬৭ জন

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ( বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ থেকে ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবছর পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫৪ জন শিক্ষার্থী। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী পরিচালক তাবিউর রহমান প্রধান বিষয়টি নিশ্চিত করেন। বেরোবি ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় মোট ১৩১৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ৭০,৬৬৭ (সত্তর হাজার ছয়শত সাতষট্টি) জন। ভর্তির রেজিস্ট্রেশন প্রক্রিয়া গত ২৬ সেপ্টেম্বর শুরু হয়ে ১৮ নভেম্বর রোববার রাত ১১টায় শেষ হয়। এবারে ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগে ভর্তি ইচ্ছুক আবেদনকারীর সংখ্যা অ-ইউনিটে মোট ১৮২৭০ জন, ই-ইউনিটে মোট ১৯৮১১ জন, ঈ-ইউনিটে মোট ৮১২৩ জন, উ-ইউনিটে মোট ৮৯০১ জন, ঊ-ইউনিটে মোট ৬৯৬৬ জন এবং ঋ-ইউনিটে মোট ৮৫৯৬জন। তিনি জানান , ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ২-৬ ডিসেম্বর ২০১৮ তারিখে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার রুটিনসহ অন্যান্য যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের মাধ্যমে (www.brur.ac.bd) পাওয়া যাবে।
×