ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশে এখন মাত্র দুটি দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টি

প্রকাশিত: ০৪:৫৩, ২১ নভেম্বর ২০১৮

 দেশে এখন মাত্র দুটি দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টি

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে এখন মাত্র দুটি দল। একটি আওয়ামী লীগ আর অপরটি জাতীয় পার্টি। তবে দলের সাংগঠনিক রূপ ধরে রাখার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার অনুষ্ঠানে এসব কথা বলেন এরশাদ। সকাল থেকে মনোনয়নপ্রত্যাশীরা মিছিল নিয়ে হাজির হন সেখানে। দলীয় মনোনয়নপ্রত্যাশীদের ডেকে সাক্ষাতকার না নেয়ায় নেতাদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। দুপুর সোয়া ১টার দিকে নির্ধারিত স্থান গুলশানের কনভেনশন সেন্টার ছেড়ে চলে যান এরশাদ, রওশন এরশাদ ও জিএম কাদেরসহ বাকিরা। মনোনয়নপ্রত্যাশী ২ হাজার ৮৬৫ জনের ফরম যাচাই-বাছাই করে মঙ্গলবার সাক্ষাতকার নিতে ৭৮০ জনকে ডাকা হয়েছিল। কিন্তু মাঝপথে এসে সিদ্ধান্ত বদল করেন এরশাদ। তিনি নেতাকর্মীদের তার ওপর ভরসা রাখতে বলেন। অর্থাৎ ৩০০ আসনে মনোনয়ন চূড়ান্ত করার দায়িত্ব নিয়েছেন তিনি একাই। অনুষ্ঠান শুরুর পর বক্তৃতায় জাতীয় পার্টির নেতারা বলেছেন, পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করবেন। সবাই যেন সেই সিদ্ধান্ত মেনে নিয়ে দলের পক্ষে কাজ করেন। বক্তৃতায় এরশাদ বলেন, ‘আল্লাহ সুযোগ দিয়েছেন আমাদের। আমাদের তো বিলীন হয়ে যাওয়ার কথা। এখন দুটি দল মাত্র, আওয়ামী লীগ আর জাতীয় পার্টি। আর কোন দল নাই। অনেক দুঃসময় পেরিয়ে জাতীয় পার্টি আবার জেগে উঠেছে। পার্টি সাংগঠনিক রূপ নিয়েছে, যা ধরে রাখতে হবে। প্রাথমিকভাবে ৩০০ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে এরশাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, তার দুঃখকষ্টের কথা স্মরণ করে তিনি যে সিদ্ধান্ত নেবেন, তা গ্রহণ করবেন দলের নেতা-কর্মীরা। তার ওপর সিদ্ধান্ত নেয়ার বিষয়টি ছেড়ে দিতে বলেন। এরশাদ বলেন, আমার মতো দুঃখী নেতা আর নেই। তাই মনোনয়ন নিশ্চিত করার বিষয়টি আমার ওপর ছেড়ে দাও। রাজনৈতিক কারণে অন্য জোটে যেতে হলে এর সিদ্ধান্ত আমি নেব। দেশ, পার্টি ও নেতা-কর্মীদের স্বার্থ বিবেচনা করে ভোট ও জোট গঠনের সিদ্ধান্ত নেব। এর আগে প্রেসিডিয়াম সভায় আমাকে এ ক্ষমতা দেয়া হয়েছে।’ দলের নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ আরও বলেন, আজ এত লোক তার সঙ্গে। জাতীয় পার্টির দুঃখ ঘুচেছে। জাতীয় পার্টি বিলীন হয়নি, তার প্রমাণ দলের নেতা-কর্মীরা। তিনি বলেন, দলের চেয়ারম্যান হিসেবে তাকে কঠিন দায়িত্ব পালন করতে হবে। সবাইকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে পারবেন না। যাকে যোগ্য মনে করবেন, তাকেই মনোনয়ন দেবেন। এটা সবাইকে মেনে নিতে হবে। এরশাদ বলেন, জাতীয় পার্টি বিলীন হয়ে যায়নি। এ জন্য ৩০০ আসনে প্রার্থী আছে কি না, তা দেখতে চেয়েছিলেন। মনোনয়নপ্রত্যাশীদের সংখ্যা দেখে বুঝতে পেরেছেন তারা সফল হয়েছেন। গত ১১ নবেম্বর থেকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। চলে পাঁচ দিন। মনোনয়নপ্রত্যাশী ২ হাজার ৮৬৫ জনের ফরম যাচাই-বাছাই করে ৭৮০ জনকে সাক্ষাতকারের জন্য ডাকা হয়।
×