ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অভিমত উইলিয়ামসন ও সরফরাজের

‘এ ম্যাচ টেস্ট ক্রিকেটের দারুণ বিজ্ঞাপন’

প্রকাশিত: ০৬:৪৬, ২১ নভেম্বর ২০১৮

 ‘এ ম্যাচ টেস্ট ক্রিকেটের দারুণ বিজ্ঞাপন’

স্পোর্টস রিপোর্টার ॥ আবুধাবিতে নিশ্চিত হার দেখা টেস্টে ৪ রানের নাটকীয় জয় পেয়েছে নিউজিল্যান্ড। ১০ উইকেট ও দুইদিন হাতে থাকার পরও ১৩৯ রান করতে পারেনি পাকিস্তান। শেষ ৪১ রানের মধ্যে তারা হারিয়েছে ৭ উইকেট। কিউদের এমন স্মরণীয় জয় এনে দিয়ে অভিষেকেই নায়ক বনে গেছেন স্পিনার আইজাজ প্যাটেল। এমন ম্যাচকে টেস্ট ক্রিকেটের জন্য বড় বিজ্ঞাপন বলে উল্লেখ করেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন, ‘আমরা জানতাম কন্ডিশন সহজ নয়। এখানে প্রথমদিন থেকেই বল টার্ন করছিল এবং দু’দলে দুর্দান্ত সব স্পিনাররা ভাল বোলিং করেছে। এ ম্যাচ টেস্ট ক্রিকেটের বিজ্ঞাপন হয়ে থাকবে।’ অন্যদিকে হতাশ পাক অধিনায়ক বলেন, ‘আমরা ভাল শুরু করতে পারিনি। কিন্তু আজহার ও শফিক ভাল আশা জাগিয়েছিল। কিন্তু এরপর আমদের ব্যাটিং ধসে পড়ে যা খুবই হতাশাজনক।’ চতুর্থদিনে ৪৮ রানে ৩ উইকেট হারানো পাকিস্তানকে খেলায় ফিরিয়েছিলেন আজহার আলী ও আসাদ শফিক। চতুর্থ উইকেটে তারা ৮২ রান যোগ করে দলকে জয়ের পথে কাছাকছি নিয়ে যান। এরপর ৪১ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের লজ্জায় পড়ে পাকিস্তান। আর দলের এমন পরাজয়ে যার পরনাই হতাশ সরফরাজ। পাকিস্তান অধিনায়ক আরও বলেন, ‘আমরা ম্যাচের তৃতীয়দিন যেভাবে ব্যাটিং শুরু করেছিলাম, আশাবাদী ছিলাম জয় পেতে খুব বেশি কষ্ট হবে না। আমরা দিনের শুরুতে ৩ উইকেট হারালেও পরবর্তীতে একটি পার্টনারশিপ হয়। তারপর আবার ব্যাটিং ধস। দুই দলেরই দ্রুত উইকেট হারাতে হয়েছে। তবে যাই হোক দলের এমন পারফর্মেন্স আমিও কোনভাবে মেনে নিতে পারছি না।’ সরফরাজ এই হারকে রীতিমতো লজ্জাজনক বলেও উল্লেখ করেন। শনিবার দুবাইয়ে শুরু তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। সরফরাজ বলেন, ‘গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের খেলোয়াড় চাপ ধরে রাখতে পারেনি। যেমন বাবর আজমের রান আউট। যখন জিততে ৪০ রান লাগে তখন তার এই রান আউটটি ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। ব্যাটসম্যানদের কাছে বার্তা দেয়া হয়েছিল যেন ওরা পজিটিভ ক্রিকেট খেলে। আমাদের ব্যাটসম্যানরা যে ধরনের আউট হয়েছে তা শিশুসুলভ। ব্যাটসম্যানরা ভাল শুরু পেয়েও ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। আমাদের বোলাররা অবশ্য দুর্দান্ত বোলিং করেছে। তবে শেষমেশ এটাই বলতে চাই ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই এই লজ্জাজনক হার।’ আবুধাবির ভুল থেকে শিক্ষা নিয়ে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান, ‘সত্যি কথা বলতে প্রথম টেস্টের ফলাফল আমাকে হতাশ করেছে। খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিল তাও আমরা হাতছাড়া করেছি। তবে যা হয়েছে আমরা ভুলে যাওয়ার চেষ্টা করব এবং দুবাইয়ে নিজেদের সেরাটা দিয়ে জেতার চেষ্টা করব।’
×