ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শহিদুল আলম

প্রকাশিত: ০৭:০৯, ২১ নভেম্বর ২০১৮

কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শহিদুল আলম

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২০ নবেম্বর ॥ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম। মঙ্গলবার রাত সোয়া ৮টায় কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে কেন্দ্রীয় কারাগারের সামনে বেলা সাড়ে ১১টা থেকে তার মুক্তির অপেক্ষায় ছিলেন স্বজনরা। দিনভর নানা নাটকীয়তার পর রাতে তাকে মুক্তি দেয়া হয়। এ সময় কারাগারের সামনে উপস্থিত ছিলেন শহিদুল আলমের স্ত্রী রেহনুমা আহমেদ, দৃক গ্যালারির ব্যবস্থাপক এএসএম রেজাউর রহমান, পাঠশালা ফটোগ্রাফি বিভাগের প্রধান তানভীর মুরাদ তপু, আলোকচিত্র শিল্পী তানজিম ওহাব, আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। শহিদুল আলমের স্ত্রী রেহনুমা আহমেদ জানান, দিনভর নানা নাটকীয়তার পর রাত সোয়া ৮টার দিকে শহিদুল আলমকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদুল ইসলাম জানিয়েছিলেন, জামিন আদেশের কপি নির্ধারিত সময়ের পর কারাগারে পৌঁছছে। তাই মঙ্গলবার শহিদুল আলমকে মুক্তি দেয়া যাচ্ছে না। তবে নানা দেন দরবারের পর রাত সোয়া ৮টার দিকে তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলামকে পাওয়া যায়নি। পরে ডেপুটি জেলার জাহিদুল রাত সাড়ে ৮টায় মুঠোফোনে জানান, রাত সোয়া ৮টার দিকে শহিদুল আলমকে মুক্তি দেয়া হয়েছে। তার ঠিকানা সংক্রান্ত কিছু ভুল ছিল। সেটা সংশোধন করার পর রাতে তাকে মুক্তি দেয়া হয়। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উস্কানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় গত ৫ আগস্ট ধানমন্ডির বাসা থেকে শহিদুল আলমকে তুলে নেয় ডিবি। পরের দিন তাকে ৭ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে ১২ আগস্ট শহিদুল আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নিম্ন আদালত। এরপর থেকে তিনি কারাগারে আছেন। ওই মামলায় ১১ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ শহিদুল আলমের জামিন নাকচ করেন। এরপর ১৭ সেপ্টেম্বর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।
×