ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘অপশক্তির হাতে ক্ষমতা চলে গেলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে’

প্রকাশিত: ০৭:৫৬, ২১ নভেম্বর ২০১৮

‘অপশক্তির হাতে ক্ষমতা চলে গেলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে’

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ক্ষমতার পালাবদল হলে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়, সেটা বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন বুঝিয়ে দিয়েছিল। সেই ক্ষমতা অপশক্তিদের হাতে গেলে দেশের উন্নয়ন কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাও বাধাগ্রস্ত হবে। কাজেই তরুণ প্রজন্মকে ভেবে চিন্তে কাজ করতে হবে। দেশের উন্নয়নের প্রশ্নে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে তরুণ প্রজন্মকে একত্রিত হতে হবে। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে (বঙ্গবন্ধু হল) আয়োজিত ‘শিক্ষার্থী সংলাপ ও নির্বাচনী কর্মিসভায় বক্তারা এসব কথা বলেন। এর আয়োজনে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সভায় হল শাখাসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাদের মতামত প্রকাশ করেন। বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি বরিকুল ইসলাম বাঁধনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন রহমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দান হোসাইন প্রমুখ। সভায় রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, বাংলাদেশের সকল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুসরণ করে। তাই আপনাদের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তা করলে হবে না, বরং সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করতে হবে। আগামী নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। দেশের উন্নয়ন সবার মাঝে প্রচার করতে হবে। এর সঙ্গে ২০০১ থেকে বিএনপি-জামাত সরকারের আমলে যে অপকর্মগুলো হয়েছে, সেগুলো তুলে ধরতে হবে। কেননা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশরতœ শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার কোন বিকল্প নেই।
×