ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে হাস্কিং মিলের ফিতায় জড়িয়ে এক বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ০১:৩১, ২১ নভেম্বর ২০১৮

ঠাকুরগাঁওয়ে হাস্কিং মিলের ফিতায় জড়িয়ে এক বৃদ্ধার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ সদর উপজেলার রুহিয়া কুজিশহর গ্রামে হাস্কিং মিলে কাজ করার সময় মিলের ফিতায় জড়িয়ে রেজিনা বেওয়া (৫০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বীরগঞ্জ এলাকায় এম্বুলেন্সে ওই বৃদ্ধার মৃত্যু হয়। নিহত রেজিনা বেওয়া ঠাকুরগাও সদর উপজেলার কুজিশহর গ্রামের মৃত আমির উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে। রুহিয়া ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল জক বাবু জানান, নিহত রেজিনা বেওয়া মঙ্গলবার সকালে বাড়িতে পারিবারিক ধান সেদ্ধ করে পার্শ্ববর্তী নুরুলের মিল চাতালে নিয়ে ধান শুকায়। ওইদিন বিকেলে শুকানো ধান নুরুলের হাস্কিং মিলে ভাংগার সময় বিকেল ৪ টার দিকে অসাবধানতা বশত: ওই বৃদ্ধা মিলের ফিতায় জড়িয়ে আহত হন। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। রোগীর অবস্থা অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বুধবার সকালে এম্বুলেন্সে দিনাজপুর নেওয়ার পথে ওই বৃদ্ধার মৃত্যু হয়। রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, হাস্কিং মিলের ফিতায় জড়িয়ে একজনের মৃত্যুর সংবাদ শুনেছি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
×