ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চা বিরতির পর গাব্রিয়েলের ছোবলে এলোমেলো বাংলাদেশ

প্রকাশিত: ২২:৪৪, ২২ নভেম্বর ২০১৮

চা বিরতির পর গাব্রিয়েলের ছোবলে এলোমেলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক ॥ চট্রগ্রাম টেস্টে চা বিরতির সময় বাংলাদেশের রান ছিলো ৩ উইকেটে ২১৬ রান। এই সময় ব্যাটিং করছিলেন মুমিনুল ১১৬ ও সাকিব ২৭ রানে। চা বিরতির প্রথম ঘন্টায় বাংলাদেশ হারায় আরও ৪ উইকেট। শেষ ব্যাটসম্যান হিসেব আউট হয়েছে সাকিব ৩৪ রানে। ৬৯ ওভার শেষে বাংলাদেশের রান ২৫১। উইকেট হারিয়েছে ৭ টি। এখন খেলছেন মিরাজ ও নাইম। বেশিক্ষণ টিকলেন না মাহমুদউল্লাহ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ানকে বোল্ড করে ফেরালেন শ্যানন গ্যাব্রিয়েল। দুই ওভারের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি এই পেসার তুলে নিলেন ৪ উইকেট। পিচ করে ভেতরে ঢোকা বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান মাহমুদউল্লাহ। দ্রুতগতির গ্যাব্রিয়েলকে খেলতে মন্থর ছিলেন বাংলাদেশের সহ-অধিনায়ক। ৭ বলে ৩ রান করে ফিরেন মাহমুদউল্লাহ। ২৩০ রানে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ। গের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম টিকলেন মাত্র তিন বল। রিভিউ নিয়ে কিপার ব্যাটস্যানকে ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। চার বলের মধ্যে দ্বিতীয় উইকেট পেলেন গ্যাব্রিয়েল। ক্রিজে নেমে ডানহাতি এই পেসারের ফুলটসে চার হাঁকিয়ে রানের খাতা খোলেন মুশফিক। এক বল পরে তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন গ্যাব্রিয়েল। পিচ করার পর ভেতরে ঢোকা বল ব্যাটে খেলতে পারেননি মুশফিক। আম্পায়ার এলবিডব্লিউর জোরালো আবদনে সাড়া না দিলে রিভিউ নেয় ওয়েস্ট ইন্ডিজ। বল ট্র্যাকিংয়ে দেখা যায় লেগ-মিডল স্টাম্পে লাগতো বল। চার রান করে ফিরতে হয় মুশফিককে। ২২৬ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরি পাওয়া মুমিনুল ১৬৭ বলে ১০ চার ও এক ছক্কায় ফিরেন ১২০ রান করে। ২২২ রানে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ।
×