ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহী নগরীর প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ

প্রকাশিত: ২৩:২৭, ২২ নভেম্বর ২০১৮

রাজশাহী নগরীর প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মহানগরীর প্রতিটি ওয়ার্ডে একটি করে স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভায় এ তথ্য জানান মেয়র লিটন। নগর ভবনের কনফারেন্স রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, স্বাস্থ্য সেবায় দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের চেয়ে রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন সূচকে এগিয়ে আছে। ইপিআই কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশন বারবার প্রথম স্থান অর্জন করেছে। মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় এ কার্যক্রমটির অর্জিত সাফল্য আমরা ধরে রাখতে চায়। তিনি বলেন, ‘সুস্থ্য দেহে সুস্থ্য মন’ গড়ার লক্ষ্যে মহানগরবাসীর স্বাস্থ্য রক্ষায় রাজশাহী সিটি কর্পোরেশনের মাঠ পর্যায়ে এ কার্যক্রমটির বিস্তৃতি আরো ঘটাতে হবে। নগরীর প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনাও প্রদান করেন তিনি। কমিটির সভাপতি ও ৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, রাসিকের প্যানেল মেয়র-২ রজব আলী ১৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন ও রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফএএম আঞ্জুমান আরা বেগম উপস্থিত ছিলেন।
×