ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাকৃবিতে সাংবাদিক প্রশিক্ষণের সমাপনী

প্রকাশিত: ০০:২৯, ২২ নভেম্বর ২০১৮

বাকৃবিতে সাংবাদিক প্রশিক্ষণের সমাপনী

বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের ৮ দিন ব্যাপী “ট্রেনিং অন ফুড সেইফটি এন্ড রিসার্চ রিপোর্টিং” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (আইআইএফএস) আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এর ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ওই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার বাকৃবি প্রতিনিধি মো. ইউসুফ আলীর সঞ্চালনায় এবং আইআইএফএসয়ের সহযোগী পরিচালক অধ্যাপক ড. হারুনুর রশীদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফএসবি প্রজেক্ট বাংলাদেশ এফএওর টিম লিডার এ কে এম নুরুল ইসলাম। এছাড়াও কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ বাকৃবি সাংবাদিক সমিতির বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার ১৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক ড. মো. আলী আকবর।
×