ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখল পিএসজি

প্রকাশিত: ১৮:৫১, ২৯ নভেম্বর ২০১৮

 শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখল পিএসজি

অনলাইন ডেস্ক ॥ হারলেই বাদ পড়ার শঙ্কা- এমন সমীকরণ নিয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে লিভারপুলের মুখোমুখি হয়েছিল পিএসজি। নেইমার ও বার্নাতের গোলে লিভারপুলকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রেখেছে ফরাসি চ্যাম্পিয়নরা। এই জয়ে অ্যানফিল্ডে লিভারপুলের কাছে হারের প্রতিশোধও নেওয়া হলো পিএসজির। সেপ্টেম্বরে লিভারপুলের মাঠে ৩-২ গোলে হেরে পিএসজির চ্যাম্পিয়নস লিগ যাত্রা শুরু হয়েছিল। বুধবার রাতে ঘরের মাঠে ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। লিভারপুলের বক্সের ভেতর জটলার মধ্যে বল পেয়ে জালে জড়ান স্প্যানিশ ডিফেন্ডার বার্নাত। ৩৭ মিনিটে স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। গোলটা পেতে পারতেন এডিনসন কাভানি। উরুগুয়ের এই স্ট্রাইকারের শট ফেরান লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন। ফিরতি বল পেয়ে জালে পাঠান ব্রাজিলিয়ান তারকা নেইমার। বিরতির আগে ডি বক্সে লিভারপুলের সাদিও মানেকে অ্যাঙ্গেল ডি মারিয়া ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। যোগ করা সময়ের প্রথম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান জেমস মিলনার। দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও ব্যবধান বাড়াতে পারেনি পিএসজি। সমতা ফেরাতে পারেনি লিভারপুলও। প্রথমার্ধের স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ। গ্রুপের আরেক ম্যাচে সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডকে ৩-১ গোলে হারিয়েছে নাপোলি। পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে তারা। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে পিএসজি। ৬ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল। ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে থাকা বেলগ্রেডের বিদায় নিশ্চিত হয়ে গেছে।‘বি’ গ্রুপের ম্যাচে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রেখেছে টটেনহামও। নিজেদের মাঠে ম্যাচের ৮০ মিনিটে টটেনহামের জয়সূচক গোলটা করেন ক্রিস্টিয়ান এরিকসেন। আরেক ম্যাচে পিএসভিকে ২-১ গোলে হারিয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় চলে গেছে বার্সেলোনা। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে টটেনহাম। সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে তিনে আছে ইন্টার মিলান। ১ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা পিএসভি বিদায় নিয়েছে।
×