ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সারাদেশে কাল শুক্রবার আয়কর দিবস পালন করা হবে

প্রকাশিত: ০৪:০১, ২৯ নভেম্বর ২০১৮

সারাদেশে কাল শুক্রবার আয়কর দিবস পালন করা হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ‘উন্নয়ন ও উত্তরণ আয়করের অর্জন’ স্লোগান সামনে রেখে সারাদেশে আজ শুক্রবার আয়কর দিবস-২০১৮ পালন করা হবে। আয়কর দিবস পালন উপলক্ষ্যে সকাল ৭ টায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সেগুনবাগিচা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত র‍্যালি উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। প্রসঙ্গত, আয়কর প্রদানে উৎসাহিত করতে সরকার গত কয়েক বছর ধরে প্রতিবছরের ৩০ নবেম্বর আয়কর দিবস হিসেবে পালন করে আসছে। শুধু তাই নয়, আয়কর মেলার মাধ্যমে আয়কর বিবরণী ফরম পূরণসহ টিআইএন নম্বর দেয়া হয়েছে। চলতি মাসের ১৩-১৯ নবেম্বর সারাদেশে আয়কর মেলা করা হয়। শুধু মেলার মাধ্যমে এবছর প্রায় আড়াই হাজার কোটি টাকার রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে এনবিআর।
×