ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিনাজপুর-৬ ॥ চাচা-ভাতিজার লড়াই

প্রকাশিত: ০৩:৫৮, ১ ডিসেম্বর ২০১৮

 দিনাজপুর-৬ ॥  চাচা-ভাতিজার লড়াই

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের (বিরামপুর-হাকিমপুর-ঘোড়াঘাট ও নবারগঞ্জ) আসন-৬এ এবার চাচা-ভাতিজা নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন। এ যুদ্ধে লড়তে ইতোমধ্যে বুধবার রিটার্নিং অফিসারের কাছে চাচা-ভাতিজা পৃথক পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন, আওয়ামী লীগের বর্তমান এমপি শিবলী সাদিক এবং মহাজোটের শরিক দল জেলা জাতীয় পার্টির সভাপতি দেলওয়ার হোসেন। দিনাজপুরের পিকনিক স্পট ‘স্বপ্নপূরী’র স্বত্বাধিকারী এ দু’জনেই। এই আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মোস্তাফিজুর রহমান ফিজু’র বড় ছেলে শিবলী সাদিক। সাবেক সংসদ সদস্য মরহুম মোস্তাফিজুর রহমান ফিজু’র বড় ভাই জেলা জাতীয় পার্টি’র সভাপতি দেলওয়ার হোসেন। চাচা-ভাতিজা ছাড়াও এ আসনে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য আজিজুল হক চৌধুরী ও আওয়ামী লীগ নেতা আতাউর রহমান। এছাড়া এই আসনে বিএনপির জেলা শাখার সাবেক সভাপতি লুৎফর রহমান মিন্টু, বিএনপি নেতা শাহীনুর ইসলাম মন্ডল, হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, ২০ দলীয় জোটের শরিক দল (ধানের শীষ) জামায়াতের জেলা আমির আনোয়ারুল ইসলাম, ওয়ার্কার্স পার্টি’র আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সরেন, গণফোরামের নুরুন্নবী ম-লও জমা দিয়েছেন মনোনয়নপত্র।
×