ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কমনওয়েলথ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের রৌপ্য

প্রকাশিত: ০৪:৩৭, ৩০ নভেম্বর ২০১৮

কমনওয়েলথ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের রৌপ্য

অনলাইন ডেস্ক ॥ নবম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের সৈয়দ নুরুজ্জামান সিনথিয়া। দক্ষিণ আফ্রিকার ডারবানে সিনথিয়া পুরুষদের ভ্যাটার্ন কাতা (+৩৫ বছর) বিভাগে এ সাফল্য দেখিয়েছেন। এ বিভাগে স্বর্ণ জিতেছেন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিয়াজিওনি স্টেফ। বিয়াজিওনি মূলতঃ ইতালিয়ান কারাতে খেলোয়াড়। তিনি খেলেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে। এ ইভেন্টে তাম্র পদক জিতেছেন দক্ষিণ আফ্রিকার নায়ার পরমল ও মরিশাসের ওয়ং লিউং চিন ওয়ং ইন মিং। পুরুষদের ভ্যাটার্ন কাতা (+৩৫ বছর) বিভাগের মূলপর্বে উঠেছিলেন দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও মরিশাসের ১০ জন। এই ১০ প্রতিযোগির মধ্যে রৌপ্য জেতা বাংলাদেশের সৈয়দ নুরুজ্জামান সিনথিয়া এর আগে ২০১৫ সালে ভারতে অনুষ্ঠিত অষ্টম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে দলগত কারাতেতে রৌপ্য জিতেছিলেন। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশের আরো দুইজন খেলোয়াড়ের দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের ভিসা প্রাপ্তিতে বিলম্ব হওয়ায় একাই যান সিনথিয়া। নবম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে ১৬ দেশ অংশ নিয়েছে।
×