ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে ৫২ শতাংশ কোম্পানির দর বেড়েছে

প্রকাশিত: ০০:১৮, ৩ ডিসেম্বর ২০১৮

শেয়ারবাজারে ৫২ শতাংশ কোম্পানির দর বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে দুই বাজারে বেড়েছে প্রধান মূল্য সূচক। তবে ডিএসইতে লেনদেন কিছুটা কমেছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৭৬টি বা ৫২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১১০টি বা ৩২ শতাংশ প্রতিষ্ঠান। ৫৩টির দাম অপরিবর্তিত রয়েছে। বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুটি মূল্য সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৯৬ পয়েন্ট কমে ১ হাজার ২২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫৫ পয়েন্টে অবস্থান করছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৫৪৯ কোটি ৮৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৭৬ কোটি ৫৪ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২৬ কোটি ৬৮ লাখ টাকা। টাকার অঙ্কে এদিন ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা অ্যাডভেন্ট ফার্মার ১৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাল। লেনদেনে এরপর রয়েছে- খুলনা পাওয়ার, কাট্টালি টেক্সটাইল, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, কেয়া কসমেটিকস, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, এমএল ডাইং এবং সিলভা ফার্মাসিউটিক্যাল। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : কেডিএস এক্সেসরিজ, কেয়া কসমেটিক, ইন্দোবাংলা ফার্মা, ওয়াত কেমিক্যাল, সোনালী আঁশ, সন্ধানী ইন্স্যুরেন্স, লিব্রা ইনফিউশন, এডভেন্ট ফার্মা, ন্য্শানাল হাউজিং ও নাহি অ্যালুুমিনিয়াম। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : তাকাফুল ইন্স্যুরেন্স, ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ড, এলআরগ্লোবাল মিউচুয়াল ফান্ড, মেঘনা পেট্রোলিয়াম, আইটিসি, পপুলার লাইফ, অগ্নি সিস্টেম, আলহাজ্ব টেক্সটাইল, দুলামিয়া কটন ও ফু-ওয়াং সিরামিক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স ১৯ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৮৫৭ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৫ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৬টির। দাম অপরিবর্তিত রয়েছে ২৮টির।
×