ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাট খাতের উদ্যোক্তাদের বিশেষ ছাড়

প্রকাশিত: ০২:১৬, ৩ ডিসেম্বর ২০১৮

পাট খাতের উদ্যোক্তাদের বিশেষ ছাড়

অর্থনৈতিক রিপোর্টার ॥ এবার পাট খাতের উদ্যোক্তাদের বিশেষ ছাড় দিলো সরকার। এক্ষেত্রে এ খাতের সব বকেয়া ব্যাংকঋণ সুদবিহীন ব্লক অ্যাকাউন্টে রেখে দুই বছরের মরাটরিয়াম সুবিধাসহ ১০ বছরে পরিশোধের সুযোগ পাবেন উদ্যোক্তারা। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ সুবিধা দেয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এ সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, পাট খাতে প্রতিটি কেসের গুণাগুণ বিবেচনায় নিয়ে ব্যাংকার-কাস্টমার সম্পর্কের ভিত্তিতে ব্যাংক ঋণের সুদ ও আবশ্যকীয় ক্ষেত্রে আসল বা এর অংশ বিশেষ ব্লক অ্যাকাউন্টে স্থানান্তর করে দুই বছরের মরাটরিয়াম সুবিধাসহ ১০ বছরে পরিশোধের সুবিধা প্রদান করতে হবে। এর আগে যারা ব্লক সুবিধা নিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঋণ অনিয়মিত ও শ্রেণিবিন্যাসিত হয়েছে তাদেরও এ সুবিধার আওতায় আনার বিষয়টি বিবেচনা করতে হবে।
×