ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শস্য ও ফসল ঋণ বকেয়া হলেই সিআইবিতে রিপোর্ট বাধ্যতামূলক

প্রকাশিত: ০২:৪১, ৩ ডিসেম্বর ২০১৮

শস্য ও ফসল ঋণ বকেয়া হলেই সিআইবিতে রিপোর্ট বাধ্যতামূলক

অর্থনৈতিক রিপোর্টার ॥ কোন ব্যাংকের শস্য ও ফসল ঋণে ১ টাকা বকেয়া থাকলেও তার রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে দাখিল করা বাধ্যতামূলক করলো কেন্দ্রীয় ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, এখন থেকে শস্য ও ফসল ঋণের ক্ষেত্রে ১ টাকা হতে যে কোন অংকের সকল বকেয়া বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে দাখিল করবে হবে। তবে নতুন মঞ্জুরী বা নবায়নের জন্য আড়াই লাখ টাকা পর্যন্ত শস্য ও ফসল ঋণের ক্ষেত্রে সিআইবি রিপোর্ট সংগ্রহের প্রয়োজন হবে না। এছাড়া খেলাপি ঋণগ্রহীতা যাতে কৃষি ঋণ না পান সে ব্যাপারে সংশ্লিস্ট ঋণ বিতরণকারি ব্যাংকে নিশ্চিত হতে হবে। বাংলাদেশ ব্যাংকের চলতি অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় সিআইবি রিপোর্টিং ও সিআইবি ইনক্যোয়ারীর বিষয়ে বলা হয়েছিল, শস্য ও ফসল চাষের জন্য আড়াই লাখ টাকা পর্যন্ত স্বল্পমেয়াদী ঋণের ক্ষেত্রে সিআইবি রিপোর্টিং ও সিআইবি ইনক্যোয়ারীরর প্রয়োজন হবে না। তবে খেলাপি ঋণগ্রহীতা যাতে কৃষি ঋণ না পান সে ব্যাপারে সংশ্লিস্ট ঋণ বিতরণকারি প্রতিষ্ঠানকে নিশ্চিত হতে হবে।
×