ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসী পরিকল্পনার দায়ে গ্রেফতার উসমান খাজার ভাই

প্রকাশিত: ১৯:১৩, ৪ ডিসেম্বর ২০১৮

সন্ত্রাসী পরিকল্পনার দায়ে গ্রেফতার উসমান খাজার ভাই

অনলাইন ডেস্ক ॥ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজার ভাই আরসালান খাজাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তার বিরুদ্ধে দেশটির প্রধানমন্ত্রীসহ সিনিয়র রাজনীতিকদের হত্যার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার সিডনির পশ্চিমাঞ্চল থেকে আরসালানকে গ্রেফতার করে নিউ সাউথ ওয়েলস পুলিশ। পরে তার বিরুদ্ধে মামলা করা হয়। স্থানীয় কোর্টে আরসালান জামিন চাইলে তা নামঞ্জুর হয়। গেল আগস্টে নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে মোহামেদ কামের নিজামদিন নামে একজনকে গ্রেফতার করা হয়। সেসময় তার নোট বুকে একটি হিট লিস্টের সন্ধান পায় পুলিশ। গ্রেফতারের এক সপ্তাহ পরই অবশ্য নিজামদিন ছাড়া পেয়ে যান। কারণ নিজামদিনের হাতের লেখার সাথে হিটলিস্টের হাতের লেখার মিল ছিল না। তারপর তদন্তে নামে পুলিশ। আর এই নোটবুকের সূত্র ধরেই উসমান খাজার ভাইকে গ্রেফতার করা হয়। এদিকে ভাইয়ের গ্রেফতারের খবরে উসমান খাজা বলেছেন, ‘আমি খুব বেশি কিছু বলতে চাই না। এ ব্যাপারটি সম্পূর্ণ পুলিশের হাতে। এই প্রক্রিয়াকে সম্মান জানাতেই আমার কোনো ধরনের মন্তব্য করাটা ঠিক হবে না।’
×