ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্ষুধে শিক্ষার্থীদের হিসাবে দেড় হাজার কোটি টাকা

প্রকাশিত: ০২:৫৯, ৪ ডিসেম্বর ২০১৮

ক্ষুধে শিক্ষার্থীদের হিসাবে দেড় হাজার কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের অন্যতম একটি পদক্ষেপ স্কুল ব্যাংকিং। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা ও আধুনিক ব্যাংকিং প্রযুক্তির সাথে পরিচিত করার পাশাপাশি সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত শিক্ষার্থীদের হিসাব বা অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯ হাজার ৯৬১টি। এতে জমার পরিমাণ ১ হাজার ৪২৮ কোটি ১৪ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। অর্থনৈতিক কর্মকান্ডে স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে তাদেরকে দেশের আর্থিক সেবার আওতায় নিয়ে আসাই স্কুল ব্যাংকিংয়ের লক্ষ্য। ২০১৭ সালের সেপ্টেম্বর শেষে স্কুল ব্যাংকিংয়ের ব্যাংক হিসাব ছিল ১৩ লাখ ৮৭ হাজার ৬১৭টি। সেসময় স্থিতি বা জমার পরিমাণ ছিল ১ হাজার ২৫৪ কোটি ২৩ লাখ টাকা। ২০১৮ সালের সেপ্টেম্বর শেষে সেই হিসাব সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৯ হাজার ৯৬১টিতে। এসব হিসাবে স্থিতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪২৮ কোটি ১৪ লাখ টাকায়।
×