ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাধীনতাবিরোধীরা আগামী নির্বাচনে জয়লাভ করলে দেশ পিছিয়ে যাবে ॥ খলিকুজ্জামান

প্রকাশিত: ২২:০২, ৫ ডিসেম্বর ২০১৮

স্বাধীনতাবিরোধীরা আগামী নির্বাচনে জয়লাভ করলে দেশ পিছিয়ে যাবে ॥ খলিকুজ্জামান

অনলাইন রিপোর্টার ॥ আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাগো বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ‘প্রতিক্রিয়াশীল রাজনীতি ও আসন্ন নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় বিশিষ্ট অর্থনীতিবিদ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান আহমেদ বলেন, ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাদ দিয়ে বাংলাদেশের মূল্যবোধ সৃষ্টি করা যাবে না। আমাদের প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। স্বাধীনতাবিরোধীরা দীর্ঘদিন ক্ষমতায় নেই। তারা ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলেই ছোঁ মারবে। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে তাদের তৎপরতা দেখা যাচ্ছে। স্বাধীনতার স্ব-পক্ষের শক্তিকে তাদের রুখতে হবে।’ ‘বর্তমান সরকারের আমলে দেশের অর্থনীতি অনেক এগিয়েছে’- উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিক্রিয়াশীল ও স্বাধীনতাবিরোধীরা আগামী নির্বাচনে জয়লাভ করলে দেশ পিছিয়ে যাবে। ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নের ধারাও ব্যাহত হবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগো বাংলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কবি ও সাংবাদিক নাসির আহমেদ। আলোচনায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ড. আবদুল মান্নান চৌধুরী, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ ডা. এম এ হাসান, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের খান বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিক্রিয়াশীল ও স্বাধীনতাবিরোধীরা যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে তাহলে ক্ষতিগ্রস্ত হবে দেশ, জাতি; সর্বোপরি মুক্তিযোদ্ধারা। তাই প্রতিক্রিয়াশীল প্রার্থী ও তার সমর্থকদের নির্বাচনে জয়লাভ ঠেকাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
×