ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জলবায়ু তহবিলের আকার বাড়াল বিশ্বব্যাংক

প্রকাশিত: ২২:০৫, ৫ ডিসেম্বর ২০১৮

জলবায়ু তহবিলের আকার বাড়াল বিশ্বব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার॥ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে তহবিলের আকার আরো বাড়িয়ে ২০ হাজার কোটি ডলার করেছে বিশ্বব্যাংক। ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে প্রতি বছর এই পরিমাণ অর্থ ব্যয় করা হবে। বিশ্বব্যাংক জানায়, জলবায়ু পরিবর্তনের বর্তমান মাত্রা অব্যাহত থাকলে বিলুপ্তির হুমকিতে থাকবে মানবপ্রজাতি। এ পরিস্থিতি থেকে রক্ষায়গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশ্বব্যাংকের বর্ধিত তহবিল। এই তহবিলের অর্থ বাড়ানোর কারণে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় নতুন ও সৃজনশীল পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ হবে আন্তর্জাতিক সম্প্রদায়। ২০১৬ সালে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের তহবিল ছিলো ৪ হাজার ৮৫০ কোটি ডলার। ২০১৭ সালে এর পরিমাণ বাড়িয়ে ৫ হাজার ৬৭০ কোটি ডলার করা হয়। ##
×