ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গ্যাস সিলিন্ডারে লক্ষাধিক ইয়াবা, আটক ২

প্রকাশিত: ০৩:৪৭, ৫ ডিসেম্বর ২০১৮

গ্যাস সিলিন্ডারে লক্ষাধিক ইয়াবা, আটক ২

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাবিস্কো মোড় এলাকায় অভিযান চালিয়ে গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে এক লাখ চার হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। আটকরা হলেন- মামুন হাওলাদার (২৬) ও মানিক (২৭)। বুধবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় আটকের বিষয়টি জানান র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মোহাম্মদ সাইফুল মালিক। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নাবিস্কো মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল র্যাব-২। এসময় গ্যাস সিলিন্ডার ভর্তি একটি পিকআপ ভ্যান আসলে সেটিকে থামানোর সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পিকআপ ভ্যানটি আটকে চালক মামুন হাওলাদার ও হেলপার (সহকারী) মানিককে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী দু’টি গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে এক লাখ চার হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তারা কক্সবাজার থেকে অভিনব কায়দায় সিলিন্ডার কেটে ইয়াবা ঢুকিয়ে ঝালাই করে ঢাকায় নিয়ে আসে। ইয়াবাগুলো আলাউদ্দিন নামে একজনের কাছে পৌঁছানোর কথা ছিল বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
×