ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোঃ মেহরাব ইসলাম (সজীব)

প্রযুক্তিপ্রিয় তারুণ্য

প্রকাশিত: ০৫:২১, ৬ ডিসেম্বর ২০১৮

প্রযুক্তিপ্রিয় তারুণ্য

তরুণরাই আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। তরুণদের অন্তরে সদা জাগ্রত থাকে দুর্বার স্পৃহা। তারুণ্য একটি প্রবল প্রাণশক্তি, যা অফুরন্ত সম্ভাবনা ও বর্ণিল স্বপ্ন দ্বারা উজ্জীবিত থাকে সব সময়। একটি স্ফুলিঙ্গ তারুণ্যকে উদ্দীপ্ত শিখায় পরিণত করতে পারে, যা হয়ে উঠতে পারে নক্ষত্রের মতো সমুজ্জ্বল। এজন্য প্রয়োজন একটি স্বপ্নের, যে স্বপ্ন তরুণ সমাজকে একটি সুন্দর সফল জীবনের পথ দেখাবে। প্রতিটি তরুণেরই এরূপ একটি স্বপ্ন থাকা চাই উন্নত জীবন ও সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন। ১৯৫২ সালে আমাদের দেশের বীর তরুণেরাই আমাদের ভাষাকে রক্ষা করেছে। সাম্প্রতিককালে দেশের সবচেয়ে বড় ঘটনার একটি কোটা সংস্কার আন্দোলন। আমরা দেখেছি, দাবি-দাওয়া আদায়ের জন্য রাস্তায় নেমেছে তরুণরা। কোথাও কোথাও কমবেশি সহিংসতার ঘটনাও ঘটেছে। তরুণরাই ক্ষমতাসীন সরকারের ভুলগুলো ধরিয়ে দিয়ে সুন্দর কোন নিয়ম প্রতিষ্ঠা করে। কিন্তু, নীতিহীন শিক্ষা ও আদর্শহীন রাজনীতি আমাদের দেশের কিশোর ও তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে। হাইস্কুলে পড়ুয়া ছেলেদের নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক মিটিং-মিছিলে। অথচ তারা এখনও ভোটাধিকার পায়নি। রাজনীতির জালে জড়িয়ে আমাদের দেশের কিশোর ও তরুণদের ভাবনাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে তরুণদের কাজের আগ্রহ ও দৃঢ়তা চোখে পড়ার মতো। তরুণরা হলো আধুনিক প্রজন্ম। সমাজ গঠনের নানা ধরনের আধুনিক ভাবনা তরুণদের মাধ্যমে প্রকাশিত হয়। আমাদের দেশের তরুণ সমাজ আজ প্রযুক্তি ব্যবহারে পারদর্শী। কিন্তু, সংসারের হাল ধরতে হবে বলে তারা মুক্তচিন্তার সুযোগ পায় না। আমাদের তরুণদের ওপর কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া উচিত। এতে করেই তারা শিখবে এবং তাদের অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। শ্রীনগর, মুন্সীগঞ্জ থেকে
×