ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমেরিকার নির্দেশে কাজ করে না ওপেক ॥ ইরানের তেলমন্ত্রী

প্রকাশিত: ১৭:৩৭, ৬ ডিসেম্বর ২০১৮

আমেরিকার নির্দেশে কাজ করে না ওপেক ॥ ইরানের তেলমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা- ওপেকের সদস্য দেশগুলোর সঙ্গে ইরান বিষয়ক বিশেষ মার্কিন প্রতিনিধি ব্রায়ান হুকের বৈঠককে ‘অপেশাদার ও হস্তক্ষেপমূলক’ বলে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, ওপেক একটি স্বাধীন সংস্থা এবং এটি বাইরের কারো নির্দেশ গ্রহণ করে না। ওপেকের ১৭৫তম বৈঠকের একদিন আগে বুধবার ব্রায়ান হুক অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সৌদি তেলমন্ত্রী খালিদ আল-ফালাহ’র সঙ্গে বৈঠক করেন। ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে ওই বৈঠকের প্রতিক্রিয়ায় বলেন, “মি. হুক যদি আমেরিকাকে ওপেকের সদস্য করার অনুরোধ নিয়ে ভিয়েনায় এসে থাকেন তাহলে তার অনুরোধ বিবেচনা করা হবে।” কিন্তু তার যদি অন্য কোনো উদ্দেশ্য থেকে থাকে তাহলে তা হবে ‘অপেশাদার, শিশুসুলভ ও হস্তক্ষেপমূলক’ আচরণ। জাঙ্গানে বলেন, “ওপেক একটি স্বাধীন সংস্থা। এটি আমেরিকার জ্বালানী বিভাগের কোনো অংশ নয় যে তা ওয়াশিংটনের কাছ থেকে নির্দেশ গ্রহণ করবে।” আজ বৃহস্পতিবার থেকে ভিয়েনায় শুরু হতে যাওয়া ওপেকের দু’দিনব্যাপী বৈঠকের আগে সৌদি তেলমন্ত্রী খালিদ আল-ফালাহ আগামী মাসে তেলের উৎপাদন ব্যাপকভাবে কমানোর আভাস দিয়েছিলেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তেলের উচ্চমাত্রার উৎপাদন ধরে রাখার আহ্বান জানান। ধারনা করা হচ্ছে, ওপেকের ভিয়েনা বৈঠক থেকে যাতে তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়া না হয় সেজন্য ব্রায়ান হুককে ভিয়েনায় পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওপেকভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা ভিয়েনায় নিজেদের মধ্যে আলোচনার পাশাপাশি বিশ্বের অন্যতম বড় তেল উত্তোলনকারী দেশ রাশিয়ার সঙ্গে মতবিনিময় করবেন বলে ধারনা করা হচ্ছে।
×