ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈশ্বর বলে কিছু নেই, সবটাই মানুষের দুর্বলতা ॥ আইনস্টাইন

প্রকাশিত: ১৭:৪১, ৬ ডিসেম্বর ২০১৮

ঈশ্বর বলে কিছু নেই, সবটাই মানুষের দুর্বলতা ॥ আইনস্টাইন

অনলাইন ডেস্ক ॥ আলবার্ট আইনস্টাইন। জার্মানিতে জন্মগ্রহণকারী ও নোবেল বিজয়ী এই পদার্থবিজ্ঞানী আপেক্ষিকতার তত্ত্বের জন্য বিখ্যাত। পদার্থবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে প্রচুর গবেষণা এবং নতুন উদ্ভাবন ও আবিষ্কারে তার অবদান অনেক। তবে ঈশ্বরে আ-দৌ বিশ্বাস ছিল কি এই বিজ্ঞানীর?-এ নিয়ে কৌতুহল অনেক আগের। উত্তর, না। সম্প্রতি নিলামে বিক্রি হওয়া তার একটি চিঠি জানাল যে, আইনস্টাইন ঈশ্বরে বিশ্বাস করতেন না। মৃত্যুর বছরখানেক আগে ঈশ্বরকে বুড়ো আঙ্গুল দেখানো আইনস্টাইনের সেই চিঠি প্রত্যাশার প্রায় দ্বিগুণ দর পেয়েছে নিলামে। ‘গড লেটার’ খ্যাত এই চিঠিতে নিউইয়র্কে বিক্রি হয়েছে ৩০ লাখ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ২৫ কোটি টাকা। ১৯৫৪ সালে নোবেল বিজয়ী এই বিজ্ঞানী ৭৪ বছর বয়সে একটি চিঠি লিখেছিলেন জার্মান দার্শনিক এরিক গুটকাইন্ডের কাছে তার একটি কাজের জবাব হিসেবে। জার্মান ভাষায় লেখা ওই চিঠিতে আইনস্টাইন নিজের হাতেই অস্বীকার করেছিলেন ‘ঈশ্বরের হাত’! লিখেছিলেন, ‘ওইসব হাত-টাত বলে কিছু নেই। সবটাই মানুষের দুর্বলতা।’ দেড় পাতার ওই চিঠিতে আইনস্টাইনের বক্তব্য ছিল, ‘তা সে যে ধর্মই হোক, আদতে তা আমাদের আদিম কুসংস্কারই। আমি মনে করি, ঈশ্বর শব্দটা মানুষের দুর্বলতার প্রকাশ আর সেই দুর্বলতা থেকেই তার জন্ম। আর কিছুই নয়।’ ঈশ্বরের দিকে ‘কামান দাগা’ সেই চিঠির দরদাম নিয়ে নিলাম সংস্থা ক্রিস্টিজ ভেবেছিল, নিলামে উঠবে বড়জোর ১৫ লাখ ডলার। কিন্তু নিলামের ফলাফল জানাল, ঈশ্বরের পরাজয়ের দাম তার প্রায় দ্বিগুণ! ৬৪ বছর আগে আইনস্টাইনের লেখা ওই চিঠির দাম উঠল ৩০ লাখ ডলার। ক্রিস্টিজের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মৃত্যুর বছরখানেক আগে লেখা আইনস্টাইনের ওই চিঠি সত্যিই অতুলনীয়। ব্যক্তিগত ভঙ্গিতে লেখা। ধর্ম ও দর্শন সম্পর্কে তার ধ্যানধারণার সবচেয়ে পূর্ণাঙ্গ প্রকাশ।’ সেই চিঠিতে বাইবেল-কেও তোপ দিয়েছেন আইনস্টাইন। পরোয়া করেননি নিজের ইহুদি ধর্মকেও। দার্শনিক গুটকাইন্ডকে তিনি লিখেছিলেন, ‘বাইবেলে তো আসলে আদিম কিংবদন্তীদের মহান বানানো হয়েছিল। তাদেরই স্তুতি রয়েছে সেখানে। কোনো ব্যাখ্যা, কোনো কিছুই আমার এই ধারণা বদলাতে পারবে না। একই কথা খাটে ইহুদি ধর্মের ক্ষেত্রেও।’ আইনস্টাইনের চিঠির নিলাম অবশ্য এই প্রথম নয়। এর আগে ২০১৭-তে তার একটি চিঠি নিলামে দর পেয়েছিল ৬ হাজার ১০০ ডলার। আর তার চেয়ে আরেকটু বেশি দর পেয়েছিল আইনস্টাইনের ১৯২৮ সালে লেখা একটি চিঠি। দাম উঠেছিল ১ লাখ ৩ হাজার ডলার। সূত্র: বিবিসি, আনন্দবাজার
×